বহরমপুর আদালতে হঠাৎই উপস্থিত অরিজিৎ সিং, সেলফির হিড়িক বিচারক-আইনজীবীদের

0
1

আদালত চত্বর জুড়ে হইহই কাণ্ড! লোকে লোকারণ্য। একজন ‘অভিযুক্তের’ উপস্থিতিতে এক নিমেষে বদলে গেছে আদালতের রোজের ছবিটা। এখানেই থেমে নেই। অভিযুক্তকে ঘিরে চলল সেলফি তোলার হিড়িকও। সেই তালিকায় ঢুকে পড়লেন আইনজীবী থেকে বিচারক সকলেই। কিন্তু কেন? কেই বা সেই বিশেষ অভিযুক্ত?

সেই ‘বিশেষ অভিযুক্তের’ নাম অরিজিৎ সিং। তিনি হাজির হয়েছিলেন মুর্শিদাবার আদালতে। হঠাৎ কেন মুর্শিদাবাদ আদালতে হাজির হন অরিজিৎ সিং? আদালত সূত্রে জানা গেছে, ২০১৩ সালে এক সাংবাদিককে মারধরের অভিযোগ ওঠে অরিজিৎ সিংয়ের বিরুদ্ধে। বহরমপুর থানায়  তাঁর বিরুদ্ধে আইপিসি ৩৪১ ও ৩২৩ ধারায় মামলা চলছে। এই মামলার সূত্র ধরেই মুর্শিদাবাদ আদালতে হাজির হয়েছিলেন অরিজিৎ। তাঁকে আদালত চত্বরে দেখতেই বিচারক থেকে আইনজীবী সেলফি তোলেন। শুধু তাঁরাই নন অরিজিৎ এর সঙ্গে সেলফি তুলতে ভিড় জমান আরও অনেকেই।

আর এই সেলফি সামাজিক মাধ্যমে পোস্ট হতেই শুরু হয়েছে বিতর্ক। অভিযুক্তের সঙ্গে বিচারকের ছবি তোলার হিড়িক, ভালো ভাবে নেননি অনেকেই ৷

আরও পড়ুন- WBCHSE: নয়া উদ্যোগ সংসদের, এবার স্কুলেও হাতে-কলমে সাংবাদিকতার পাঠ