ফের গৃহবধূকে শ্বশুরবাড়িতে নির্মম অত্যাচার। এবার এক অন্তঃসত্ত্বা গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর (Baruipur) থানা এলাকায়। শ্বশুরবাড়ির বিরুদ্ধে খুনের অভিযোগ মৃতার বাপের বাড়ির সদস্যদের। বারুইপুরের শঙ্করপুর ২ নং পঞ্চায়েত এলাকার ঘটনা। ওই গৃহবধূর মৃতদেহ শ্বশুরবাড়ি থেকে উদ্ধার করা হয়। মৃতার নাম রুকসানা বিবি (২০)। তাঁর বাড়ি জয়নগর থানা এলাকায়।
জানা গিয়েছে, কয়েকমাস আগেই বাড়ির অমতে পালিয়ে গিয়ে শঙ্করপুরের বাসিন্দা সাহিল শেখকে বিয়ে করেন রুকসানা। বাপের বাড়ির সদস্যদের অভিযোগ, বিয়ের পর থেকেই শ্বশুরবাড়িতে নানা অত্যাচারের শিকার হতেন তিনি। রুকসানা অন্তঃসত্ত্বা জেনেও পণের দাবিতে তাঁকে মারধর করত শ্বশুরবাড়ির সদস্যরা। সেই কারণেই চিন্তায় থাকত রুকসানার বাপের বাড়ির লোকেরা।
তারই মাঝে গতকাল, বুধবার বিকেলে রুকসানার মৃত্যুর খবর পান বাপের বাড়ির সদস্যরা। শ্বশুরবাড়িতে গিয়ে রুকসানার বাবা দেখেন তাঁর মেয়ের মৃতদেহ পড়ে রয়েছে। কেউ নেই বাড়িতে। মৃতার বাপের বাড়ির সদস্যদের অভিযোগ, মারধর করে মেরে ফেলা হয়েছে রুকসানাকে। খবর পেয়েই ঘটনাস্থলে যায় বারুইপুর (Baruipur) থানার পুলিশ।
এদিকে দোষীদের গ্রেফতারির দাবিতে স্থানীয়রা প্রথমে পুলিশকে দেহ নিয়ে যেতে বাধা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছয় আরও পুলিশ বাহিনী। দোষীদের গ্রেফতারির আশ্বাস দিতে পরিস্থিতি শান্ত হয়। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই শ্বশুরবাড়ির এক সদস্যকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন: আপাত নিরীহ ছাপোষা গৃহবধূ, বিহারের এই “চাচি” একাই চালায় আস্ত ডাকাত দল