ধোপে টিকলো না কেন্দ্রের আপত্তি, পশ্চিমবঙ্গ সরকারের (Government of West Bengal) অভিযোগকে গুরুত্ব দিল সুপ্রিম কোর্ট। নিজেদের স্বার্থ চরিতার্থ করতে সিবিআই- এর (CBI ) ‘অপব্যবহার’ করছে কেন্দ্র। বিরোধী রাজনীতি দমনে যেভাবে দেশের সরকারকে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে ‘স্বেচ্ছাচারিতা’ করতে দেখা গেছে তার বিরুদ্ধে সরব পশ্চিমবঙ্গ সরকারের (Government of West Bengal) মামলা গ্রহণের অনুমতি দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। সিবিআই (CBI) এফআইআর দায়ের করতে গেলে রাজ্যের অনুমতি প্রয়োজন, পশ্চিমবঙ্গ সরকারের এই বক্তব্যের গ্রহণযোগ্যতা রয়েছে বলে জানিয়ে দিল বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চের। পাশাপাশি কেন্দ্রের সিবিআই -অপব্যবহার নিয়ে রাজ্যের অভিযোগকে মান্যতা দিল শীর্ষ আদালত (SC)।
বাংলায় সিবিআই তদন্তের ‘জেনারেল কনসেন্ট’ প্রত্যাহার করার পরেও রাজ্যের অনুমতি ছাড়া কেন্দ্রীয় এজেন্সি একের পর এক মামলায় FIR করতে শুরু করায় সুপ্রিম কোর্টে কেন্দ্রের বিরুদ্ধে মামলা করেছিল রাজ্য সরকার। সেখানেই জোর ধাক্কা কেন্দ্রীয় সরকারের। রাজ্যের পক্ষে সওয়াল করেন আইনজীবী কপিল সিব্বল (Kapil Sibbal)। তিনি স্পষ্ট জানান যে সিবিআই কোনও তদন্তে ঢুকলে সেখান থেকে ইডিও (ED) জুড়ে যাচ্ছে। দিনের পর দিন এই পরিস্থিতি চলতে পারেনা। কেন্দ্রের সলিসিটর এই প্রসঙ্গে যুক্তি খাড়া করে বলেন, সিবিআই স্বশাসিত সংস্থা। কিন্তু রাজ্যের তরফে স্পষ্ট অভিযোগ করে বলা হয় যে, অনুমতি ছাড়া যদি সব কেসের সিবিআই ঢুকে পড়ে তাহলে সেটা যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভেঙে পড়ার সমান। এই যুক্তিকে গ্রহণযোগ্য মনে করে রাজ্যের মামলা শুনতে চেয়েছে শীর্ষ আদালত। আগামী ১৩ আগস্ট থেকে শুনানি শুরু হওয়ার সম্ভাবনা।