বাংলার চার বিধানসভা কেন্দ্রে ভোট চলাকালীন বিক্ষিপ্ত অশান্তি । কোথাও এজেন্ট বসতে না দেওয়া আবার কোথাও দুষ্কৃতী হামলার খবর। এদিন বেলা বাড়তেই উত্তর ২৪ পরগনার বাগদায় (Bagda )বুথ জ্যামের অভিযোগ ঘিরে উত্তেজনা। ডিহিলদহ এলাকায় অশান্তি ছড়ানোর চেষ্টায় বিজেপি। তৃণমূল প্রতিবাদ করলে উত্তেজনা ছড়ায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। অন্যদিকে ভোটের আগের রাতে রানাঘাট (Ranaghat) দক্ষিণের পায়রাডাঙায় দুষ্কৃতী হামলার ঘটনায় সকাল থেকে উত্তপ্ত এলাকা। বাড়ি ভাঙচুর থেকে শুরু করে গুলি চালানোর মতো ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে। হামলার জেরে এক পঞ্চায়েত সদস্যর বাড়ির নাবালিকা আহত। ইতিমধ্যেই নির্বাচন কমিশনে (Election Commission) অভিযোগ জমা পড়েছে বলে খবর। ২৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
মানিকতলা, বাগদা, রানাঘাট দক্ষিণ এবং রায়গঞ্জ এই চার কেন্দ্রে বিধানসভার উপনির্বাচনে সকাল ন’টা পর্যন্ত সার্বিক ভোটদানের হার ১১ শতাংশ । চার কেন্দ্রের মধ্যে এগিয়ে রায়গঞ্জ। ভোট পড়েছে ১২.০১ শতাংশ। তার পরই রানাঘাট দক্ষিণ ১১.৫৮ শতাংশ। বাগদায় ভোটদানের হার ১০.৬১ শতাংশ। সবচেয়ে কম ভোট পড়েছে মানিকতলা বিধানসভা কেন্দ্রে ৯.০১ শতাংশ।