কোপা আমেরিকার ফাইনালে উঠে বুটজোড়া তুলে রাখার ইঙ্গিত মেসির

0
3

ফুটবল বিশ্বের দুই মহাতারকা এ বার মাঠ থেকে বিদায় নেবেন। পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে নিয়ে চর্চা তুঙ্গে। রোনাল্ডো স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এ বারই কেরিয়ারের শেষ ইউরো কাপ খেলেছেন। যদিওকোয়ার্টার ফাইনালে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে পর্তুগাল। অন্যদিকে এলএম টেনের আর্জেন্টিনা কোপা আমেরিকার ফাইনালে উঠেছে। ফুটবল মহলে এখন এটাই প্রশ্ন যে, লিও মেসি কি কেরিয়ারের শেষ কোপা আমেরিকা খেলছেন? ফাইনালে ওঠার পর মেসি যা ইঙ্গিত দিয়েছেন, তাতে তাঁর অবসর নিয়ে প্রশ্ন আরও জোরাল হয়েছে। ঠিক কী বলেছেন তিনি?

কোপা আমেরিকার সেমিফাইনালে কানাডাকে হারিয়ে ম্যাচের সেরার পুরস্কার পেয়েছেন লিওনেল মেসি। ফাইনালে উঠে মেসি জানিয়েছেন, আমি মুহূর্তগুলো উপভোগ করছি। ঠিক যেমন গত বারের কোপা আমেরিকা, গত বারের বিশ্বকাপ উপভোগ করেছি। এই শেষের লড়াইগুলো আমি বেশ উপভোগ করি। আসলে এই কথার মধ্যে দিয়েই কি কোপায় অবসরের ইঙ্গিত দিয়ে রাখলেন? ফুটবল মহলে শুরু হয়েছে এই নিয়ে আলোচনা। মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনা-কানাডা সেমিফাইনাল ম্যাচের শেষে মেসি বলেন, আমাদের সামনে আরও একটা ফাইনাল। ফের চ্যাম্পিয়ন হওয়ার লড়াই। যা সহজ হবে না। এ বারের কোপা আমেরিকায় সেমিফাইনালের আগে গোল পাননি আর্জেন্টিনার অধিনায়ক। কানাডার বিরুদ্ধে গোল করেছেন। গড়েছেন রেকর্ড। আন্তর্জাতিক ফুটবলে এখন মেসির ১০৯টি গোল। তিনি রয়েছেন রোনাল্ডোর ঠিক পরেই।