রাজ্যের অনুমতি ছাড়া তদন্ত করতে পারবে না সিবিআই। বুধবার, সাফ জানিয়ে দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। আর সেই সঙ্গেই স্বস্তিতে রাজ্য সরকার। কারণ, সন্দেশখালি নিয়ে তদন্তে ধাক্কা খেল কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি। কয়েকদিন আগেই সন্দেশখালি মামলার তদন্ত CBI চালিয়ে যেতে পারবে বলেই জানায় শীর্ষ আদালত। কিন্তু এদিন, বিচারপতি বিআর গভাইয়ের ডিভিশন বেঞ্চ রায়ে জানায়, এক্ষেত্রে তদন্তে সংশ্লিষ্ট রাজ্যের অনুমতি নেওয়ার প্রয়োজন আছে।
সন্দেশখালিকাণ্ডে সিট তদন্ত করে তদন্ত এগোচ্ছিল রাজ্য। কিন্তু এই বিষয় নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি FIR দায়ের করে। সেই FIR-কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য। এদিন বিচারপতি বিআর গভাই (Justices BR Gavai) এবং বিচারপতি কেবি বিশ্বনাথন (KV Vishwanathan) এর ডিভিশন বেঞ্চে মামলাটি শুনানি হয়। দীর্ঘ শুনানিতে রাজ্যের তরফে আইনজীবী বলেন, CBI একটি তদন্তকারী সংস্থা হলেও, তাকে অপব্যবহার করছে কেন্দ্র। বেশ কিছু সংবিধানে ধারার উল্লেখ করেন তিনি। পাল্টা যুক্তি সাজায় সিবিআই-ও। যদিও বিচারপতি ডিভিশন বেঞ্চ তা খারিজ করে দিয়ে জানায়, মামলায় সিবিআইকে তদন্তের ক্ষেত্রে এবার রাজ্যের অনুমতি নিতে হবে।
৮ মে এই সংক্রান্ত মামলার শুনানি হলেও রায়দান স্থগিত রেখেছিল শীর্ষ আদালত। এদিনের নির্দেশ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে যেমন ধাক্কা, তেমন স্বস্তি রাজ্যের। আগামী ১৩ অগাস্ট এই মামলার পরবর্তী শুনানি। সেদিন ফের দুপক্ষের বক্তব্য শুনবে সুপ্রিম কোর্ট।











































































































































