ম.র্মান্তিক দু.র্ঘটনা বিহারে, মৃ.ত এক শিশু-সহ ৬

0
1

বিহারের বেগুসরাইয়ে মর্মান্তিক দুর্ঘটনা। অটোর সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষ। মৃত ৬ জন। আহত ৩ জন। আহতদের হাসপাতালে চিকিৎসা চলছে। কীভাবে ভয়াবহ এই দুর্ঘটনা তার তদন্ত শুরু করেছে পুলিশ।

৩১ নম্বর জাতীয় সড়ক ধরে সিমারিয়া থেকে জিরোমাইলের দিকে অটোটি যাওয়ার পথে রতন চকের কাছে গাড়ির সঙ্গে মুখমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক শিশু-সহ ৬ জনের। যদিও এখনও পর্যন্ত মৃতদের কোনও পরিচয় পাওয়া যায়নি। তবে এখনও পর্যন্ত মৃতদের পরিচয় পাওয়া যায়নি।