কোনও দাদাগিরি বরদাস্ত করে না দল,আড়িয়াদহের ভিডিও নিয়ে তোপ কুণালের

0
2

আড়িয়াদহ কাণ্ডে নয়া মোড়। বছর তিনেক আগের একটি ভিডিও প্রকাশ্যে আসার পর, তা নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। সেই ভিডিওতে দেখা যাচ্ছে অভিযুক্ত জয়ন্ত সিং এবং তার দলবল নৃশংসভাবে ক্লাবের ভেতর একজনকে লাঠিপেটা করছেন। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি বিশ্ব বাংলা সংবাদ। এই প্রসঙ্গে তৃণমূল নেতা কুণাল ঘোষ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মঙ্গলবার সাফ জানান, কেউ আইন নিজের হাতে তুলে নিতে পারেন না। এই ধরনের নৃশংসতা দল কোনওভাবেই বরদাস্ত করে না।

তিনি স্পষ্ট বলেন, ভিডিওটি পুরনো হলেও এই ধরনের ঘটনা যারা ঘটায়, তাদের কোনও ক্ষমা নেই । পুলিশ যথাযথ ব্যবস্থা নিচ্ছে। তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় এই দাদাগিরি বরদাস্ত করেন না। ব্যারাকপুর কমিশনারেট এর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। কোনও নেতার উচিত নয় এই ধরনের দাদাগিরি করার, এদের উপযুক্ত শাস্তি হওয়া উচিত। অবিলম্বে এদের গ্রেফতার করতে হবে। এই ধরনের ঘটনা ঘটায় দু চারজন, আর বিড়ম্বনায় পড়তে হয় দল এবং সরকারকে। এদের পিঠের চামড়া তুলে নেওয়া উচিত, কোনওভাবে যাতে কেউ দাদাগিরি করার সাহস না পায়।

তিনি আরও বলেন, কারও বিরুদ্ধে যদি কোনও অভিযোগ থাকে তবে দয়া করে তথ্য প্রমাণ সহ পুলিশকে জানান। আইন নিজের হাতে তুলে নেওয়ার কোন অধিকার আপনার আমার কারুর নেই। কোনওভাবে গণপিটুনি, এই ধরনের দাদাগিরি সরকার বা দল বরদাস্ত করছে না। ভিডিওটি পুরনো, কেন হয়েছে তা তদন্ত সাপেক্ষ। কিন্তু এই ধরনের ঘটনা তৃণমূল কংগ্রেস কখনই সমর্থন করে না।