নয় নয় করে কেটে গিয়েছে ২২ বছর। ২oo২ সালের কথা। পেরুর বরফে আবৃত হুয়াসকারান পর্বত জয় করতে গিয়ে নিখোঁজ হন মার্কিন পর্বতারোহী উইলিয়াম স্টাম্পফল। এতদিন পর অবশেষে তার মরদেহের সন্ধান পাওয়া গিয়েছে। পেরুর পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্টাম্পফল তুষারের নিচে চাপা পড়ে ছিলেন। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বরফ গলে যাওয়ায় ওই পর্বতারোহীর মৃতদেহ বাইরে বেরিয়ে এসেছে। জানা গিয়েছে, ২০০২ সালের জুনে হুয়াসকারান পর্বতে তুষার ঝড়ের কবলে পড়ে স্টাম্পফলসহ পর্বতারোহীদের একটি দল। পর্বতটির উচ্চতা ৬ হাজার ৭০০ মিটারের বেশি । পর্বতারোহীদের খোঁজে অভিযানও চালানো হয়েছিল সেই সময়। তবে সেই সময় দেহ খুঁজে পাওয়া যায়নি। নিখোঁজ হওয়ার সময় স্টাম্পফলের বয়স ছিল ৫৯ বছর।পেরুর পুলিশ বলেছে, আন্দেসের কর্দিলেরা ব্লাঙ্কা রেঞ্জে বরফ গলার কারণে স্টাম্পফলের দেহাবশেষ দেখা গিয়েছে।
পুলিশের দেওয়া ছবিতে দেখা গিয়েছে, ঠান্ডার মধ্যে থাকার কারণে স্টাম্পফলের মরদেহ, তাঁর পরনের পোশাক, সাজসজ্জা, পায়ের জুতা বেশ ভালোভাবেই সুরক্ষিত আছে। এমনকী, স্টাম্পফলের পাসপোর্ট তাঁর সঙ্গেই পাওয়া গিয়েছে। এ কারণে সহজেই তার পরিচয় শনাক্ত করতে পেরেছে পুলিশ। পেরুর উত্তর-পূর্বাঞ্চলে হুয়াসকারান ও কাশানের মতো বরফাবৃত পর্বতগুলোর অবস্থান। এই কারণে বিশ্বের পর্বতারোহীদের কাছে এটি বেশ আকর্ষণীয় জায়গা।সেখানে এক ইজরায়েলি পর্বতারোহী নিখোঁজ হওয়ার এক মাস পর গত মে মাসে তাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে।