ঠিক যেদিন রাশিয়ার বোমায় কার্যত ধ্বংস ইউক্রেনের সবথেকে বড় শিশু হাসপাতাল, সেদিনই ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলিঙ্গনে বিশ্বের সবথেকে বড় গণতান্ত্রিক দেশের প্রধান। মোদি-পুতিনের আলিঙ্গনের ছবি ভাইরাল হতেই তীব্র সমালোচনায় মুখর ইউক্রেনের রাষ্ট্রপতি ভলদাইমার জেলেনস্কি। এমনকি মোদি ও পুতিনের সাক্ষাৎকে এই যুদ্ধ পরিস্থিতিতে শান্তি প্রক্রিয়ার পথে বাধা বলে দাবি করেছেন তিনি। কার্যত দুদেশের মধ্যে আগুন লাগানোর কারিগর বলেই মোদিকে দাবি করছেন ইউক্রেন রাষ্ট্রপতি।
ইউক্রেনের সবথেকে বড় শিশু হাসপাতালে সোমবার ক্ষেপনাস্ত্র হামলা করে রাশিয়া। মৃত্যু হয় ৩৮ জনের, যার মধ্যে ৪টি শিশুরও মৃত্যু হয়। প্রায় দুশো মানুষ এই হামলায় আহত হন। দিনভর সাধারণ মানুষ থেকে দেশের নিরাপত্তা কর্মীরা প্রায় ৪০০ মানুষ ধ্বংসস্তূপ সরাতে হাত লাগান। ভাঙা হাসপাতালের তলে থেকে দিনভর উদ্ধার হয় মৃতদেহ ও গুরুতর আহতরা।
পর্দার উল্টোপারে, সোমবারই রাশিয়া সফরে যান মোদি। সেখানে তাঁকে দেখা যায় পুতিনের সঙ্গে আলিঙ্গনে। এরপরই তোপ দাগেন জেলেনস্কি। তাঁর দাবি, “এটা ভয়ঙ্কর হতাশাজনক এবং শান্তি প্রক্রিয়ায় একটা ভয়ঙ্কর ধাক্কা যে বিশ্বের সবথেকে বৃহৎ গণতন্ত্রের নেতা সেই দিনই মস্কোয় আলিঙ্গন করছেন বিশ্বের সবথেকে বড় রক্তপিপাসু আততায়ীকে।”