সমাজমাধ্যমে রোজ কত ভিডিও ভাইরাল হয়। কিন্তু খাবার টেবিলে প্লেটের উপর রোমান্টিক স্টাইলে ডান্স করছে নুডলস এটা বোধহয় স্বপ্নেও কল্পনা করা যায় না। কিন্তু সেটাই সত্যি হলো। ইনস্টাগ্রামে চাউমিনের নৃত্য দেখে চমকে গেছেন সকলেই। ভিডিওতে দেখা গেছে ডাইনিং টেবিলের উপর পাতা রয়েছে বাদামি রঙের মোলায়েম কাপড়ের কভার। তার উপর চামচ প্লেট রাখা। সাদা রঙের সেই প্লেটেই রয়েছে চাউমিন। আচমকাই দেখা গেল রোমান্টিক কাপল স্টাইলে একে অন্যকে জড়িয়ে ধরে নেচে উঠলো দুই চাউমিন!
প্লেটে রাখা চাউমিনের নৃত্য ভঙ্গিমায় ফুটে উঠলো দুই প্রেমিক প্রেমিকার অনুভূতি। এক জন নীচে শুয়ে রয়েছে আর অন্য জনকে নৃত্যভঙ্গিমায় ভালোবাসার অনুভূতি ব্যখ্যা করছে – ঠিক এভাবেই চাউমিনের কেরামতি দেখে অবাক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা।