মানিকতলা উপনির্বাচনে প্রকাশ্য বিস্ফোরক ফোনালাপ। ওই কেন্দ্রে তৃণমূলের (TMC) আহ্বায়ক কুণাল ঘোষকে (Kunal Ghosh) ফোন বিজেপি (BJP) প্রার্থী কল্যাণ চৌবের (Kalyan Chowbey)। মঙ্গলবার, মোবাইল ফোন কথোপকথনের অডিও প্রকাশ্যে আসে। তাঁর হয়ে কাজ করলে কুণাল ঘোষকে ক্রীড়া জগতে জাতীয় বা রাজ্য স্তরে উচ্চ পদ দেওয়ার প্রলভন দেখান বিজেপি প্রার্থী- বিস্ফোরক অভিযোগ তৃণমূল নেতার।
প্রথমে স্যোশাল মিডিয়ায় ফোনালাপ ফাঁস করে দেন কুণাল। তৃণমূলের আহ্বায়কের মতে, বিজেপির নিশ্চিত পরাজয় বুঝে তাঁকে অনৈতিকভাবে ঘুষ দেওয়ার কথা বলছেন কল্যাণ চৌবে। পরে সাংবাদিক বৈঠক করে কল্যাণকে তুলোধনা করে কুণাল। তিনি জানান, ৭তারিখ রাত সাড়ে ১১টা নাগাদ তৃণমূল নেতাকে ফোন করেন বিজেপি প্রার্থী। গণতান্ত্রিক পরিবেশে এটি অস্বাভাবিক নয়। তিনি (বিরোধী প্রার্থী) সাহায্য চাইতেই পারেন। কিন্তু দলের সঙ্গে কুণালকে বেইমানি করার প্রস্তাব দেন কল্যাণ। অভিযোগ, কুণালকে অন্তর্ঘাতের প্রস্তাব দেন বিজেপি প্রার্থী কল্যাণ। বিনিময়ে খেলার জগতে রাজ্য বা জাতীয় স্তরে বড় পদের প্রস্তাব দেন দেন। এআইএফএফ সভাপতির পদ অপব্যবহার করে বড় পদের প্রলভন দেওয়া হয়েছে মোহনবাগান সহসভাপতি কুণাল ঘোষকে। এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করে এটি অত্যন্ত নিম্নরুচির কাজ বলে তোপ দাগেন কুণাল।
সূত্রের খবর, মানিকতলায় মুখ্যমন্ত্রীর নির্দেশে কুণাল (Kunal Ghosh) তৃণমূলের সব চোরাস্রোত সামলে দলকে ঐক্যবদ্ধভাবে ভোটে নামাচ্ছেন বলেই তাঁকে সরাতে মরিয়া বিজেপি। কল্যাণের কাজের জন্য তাঁকে ভোটও দেওয়া উচিত নয় বলে বার্তা কুণালের।








































































































































