লোকসভা ভোটের রেশ কাটতে না কাটতেই দেশের বিভিন্ন প্রান্তে উপনির্বাচন (Assembly By Poll)। আগামিকাল, বুধবার ফের ভোট দেবেন দেশের ৭টি রাজ্যের ১৩টি বিধানসভার মানুষ। যার মধ্যে বাংলার ৪টি আসনে ভোটগ্রহণ। আপাতদৃষ্টিতে উপনির্বাচনে রাজ্যের সরকারের কোনও পরিবর্তন বা হেরফের না হলেও, এই ভোট রাজনৈতিক দলগুলির কাছে সম্মানরক্ষার পাশাপাশি অনেক সময় অ্যাসিড টেস্ট হিসেবে দেখা হয়।
পশ্চিমবঙ্গের কথাই যদি ধরা যায়, সেক্ষেত্রে শাসক তৃণমূল বা প্রধান বিরোধী বিজেপির কাছে চার কেন্দ্রের উপনির্বাচনের (Assembly By Poll) তাৎপর্য অপরিসীম। ২০২৬-এ বাংলায় বিধানসভা ভোটের আগে তাই এই চার আসনের উপনির্বাচনকে পাখির চোখ করেছে শাসক-বিরোধী।
রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা এবং মানিকতলা কেন্দ্রে বুধবার উপনির্বাচন। এই চার কেন্দ্রে বাম ও কংগ্রেস কোথাও জোট বেঁধে আবার কোথাও এককভাবে প্রার্থী দিলেও বাংলার বর্তমান মেরুকরণের রাজনীতিতে লড়াই মূলত বিজেপি ও তৃণমূলের মধ্যেই সীমাবদ্ধ। এই চার কেন্দ্রের মধ্যে অন্তত তিনটি আসনে বিজেপি বেশ শক্তিশালী। ২০২১ সালের বিধানসভা ভোটে রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা বিজেপি জিতেছিল। কিন্তু এবার রায়গঞ্জ ও রানাঘাট দক্ষিণ কেন্দ্রে একুশের ভোটে জয়ী দুই বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণী ও মুকুটমনি অধিকারী এবার তৃণমূলের টিকিটে লড়ছেন। এই দুই প্রার্থী লোকসভা ভোটেও তৃণমূলের প্রার্থী ছিলেন, কিন্তু জয় অধরা রয়ে যায়। মতুয়া অধ্যুষিত বাগদা কেন্দ্রে তৃণমূল প্রার্থী করেছে ঠাকুর বাড়ির সদস্য মধুপর্না ঠাকুরকে। আর মানিকতলা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী প্রয়াত সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডে। এই আসনটি তৃণমূলের দখলেই ছিল। কিন্তু উপনির্বাচনে চারটি আসনেই জিততে মরিয়া শাসক দল।
অন্যদিকে, বাগদায় বিজেপি প্রার্থী মতুয়া সম্প্রদায়েরই বিনয়কুমার বিশ্বাস। আরেক মতুয়া অধ্যুষিত আসন রানাঘাট দক্ষিণে বিজেপি প্রার্থী করেছে মনোজকুমার বিশ্বাসকে। আর মানিকতলা কেন্দ্রে বিজেপি প্রার্থী প্রাক্তন ফুটবলার কল্যাণ চৌবে। একুশের ভোটে তিনি সাধন পাণ্ডের কাছেই হেরেছিলেন। এদিকে উপনির্বাচিবকে কেন্দ্র করে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য ৫৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে নির্বাচন কমিশন।
বুধবার বাংলা ছাড়াও বিহারের রুপৌলি, তামিনলাড়ুর বিক্রাবান্দি, মধ্যপ্রদেশের অমরওয়ারা, উত্তরাখণ্ডের বদ্রীনাথ ও মঙ্গলৌর, পাঞ্জাবের জলন্ধর পশ্চিম এবং হিমাচল প্রদেশের দেহরা, হামিরপুর ও নালাগড় বিধানসভা উপনির্বাচন হচ্ছে। ভোটগণনা ও ফলঘোষণা হবে আগামী ১৩ জুলাই।
আরও পড়ুন: বেনজির,গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে স্নাতকের প্রথম সেমিস্টারে ফেল ৯৭ শতাংশ পড়ুয়া!