বারাকপুরে পুজো কমিটির বিবাদ, ভয় পেয়ে রিকশা থেকে পড়ে মৃত ১

0
3

পুজো কমিটির দায়িত্ব কে নেবে সেই বিবাদের জেরে উত্তপ্ত বারাককপুরের (Barrackpore)১২ নাম্বার ওয়ার্ড। এই সংক্রান্ত বৈঠক চলাকালীন বচসার জেরে মর্মান্তিক ঘটনা। মৃত্যু হয় ৪৩ বছর বয়সী পার্থ চৌধুরী (Partha Chowdhury) নামের এক স্থানীয় নেতার। ভয় পেয়ে রিকশা থেকে পড়ে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। তদন্তে নেমেছে পুলিশ (Barrackpore Police)।

বারাকপুরের (Barrackpore) ওল্ড ক্যালকাটা রোডের সুকান্তপল্লী এলাকায় একটি পুজো কমিটির সদস্য ছিলেন পার্থ। রবিবার রাতে যখন ওডিসি ক্লাবের পুজোর মিটিং চলছিল সেই সময় বাঁশ দিয়ে রিক্সা করে যাচ্ছিলেন ওই ব্যক্তি। এরপর ক্লাবের দরজার সামনে পৌঁছতেই উত্তপ্ত বাদানুবাদের জেরে তিনি কিছুটা ভয় পেয়ে যান। ক্লাবের সামনে থাকা একটি গর্তে পা ঢুকে যাওয়াই দরজার সামনে মুখ থুবড়ে পড়েন বলে, পুলিশের তরফে প্রকাশ করা সিসিটিভি ফুটেজে দেখা গেছে। এরপর তিনি মাটিতে লুকিয়ে পড়েন। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।