বৃষ্টির মধ্যে দ্রুত গতিতেই বাস চালাতেই বিপত্তি, হরিয়ানার পঞ্চকুলায় (Panchkula, Haryana) নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ৭০ জন পড়ুয়া সমেত একটি প্রাইভেট বাস (Bus Accident)। গুরুতর আহত কমপক্ষে ৪০ জন। স্থানীয়রা দ্রুত তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
বৃষ্টি ভেজা সোমবারে সকালে চোখের নিমিষে পাল্টি খেলো বাস। পিঞ্জরের নাউলটা গ্রামের কাছে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা। আহতদের চিৎকারের স্থানীয়রা ছুটে এসে উদ্ধার কাজ শুরু করে। নিয়ে যাওয়া হয় স্থানীয় পিঞ্জর ও সেক্টর সিভিল হাসপাতালে। একজনের অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান বর্ষায় পিছল রাস্তায় অতিরিক্ত গতিতে যাওয়ার কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা।