খাস কলকাতায় ডেটিং অ্যাপের ফাঁদে পা যুবকের! মুক্তিপণ চেয়ে গ্রেফতার ৪

0
3

খাস কলকাতায় ডেটিং অ্যাপের (Dateing App) ফাঁদে পা যুবকের! ডেটিং অ্যাপের মাধ্যমে প্রেমের ফাঁদ পেতে ওই যুবককে আটকে রেখে মুক্তিপণ দাবি! শহরে এমনই এক চক্রের হদিশ পেল কলকাতা পুলিশ। এই ঘটনায় এখনও পর্যন্ত ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। যার মধ্যে এক দম্পতিও রয়েছে।

পুলিশ সূত্রে খবর, ডেটিং অ্যাপে (Dateing App) এক যুবতীর সঙ্গে আলাপ হয় দক্ষিণ কলকাতার বাঘাযতীনের বাসিন্দা সৃঞ্জয় সরকারের। সৃঞ্জয়কে গল্ফগ্রিন এলাকার একটি ফ্ল্যাটে ডাকেন ওই যুবতী। সেইমতো ওই ফ্ল্যাটে যান সৃঞ্জয়। অভিযোগ, এরপর ফ্ল্যাটেই সৃঞ্জয়কে আটকে রেখে ১ লক্ষ টাকা মুক্তিপণ চায় ওই যুবতী। টাকা দিতে অস্বীকার করলে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকিও দেন ওই যুবতী।
বিপাকে পড়ে বাড়িতে ফোন করে সৃঞ্জয় মুক্তিপণের বিষয়টি জানান। বাড়ির লোক পাটুলি থানায় অভিযোগ জানান। তদন্ত শুরু করে পুলিশ।

একেবারে সিনেমার কায়দায় অভিযুক্তদের হাতেনাতে ধরে ফেলে পুলিশ। অভিযুক্তদের ধরতে মুক্তিপণ দেওয়ার নাম করে ফাঁদ পাতেন তদন্তকারীরাও। সেই মুক্তিপণ নিতে এসেই ওই যুবতীর দুই সঙ্গী পুলিশের ফাঁদে পা দেয়। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে গল্ফগ্রিনের ফ্ল্যাটে গিয়ে ওই যুবতী-সহ আরও একজনকে গ্রেফতার করে পুলিশ। সৃঞ্জয়কে উদ্ধার করা হয়।

ধৃতদের নাম, সৈকত পাল, বাবুসোনা মণ্ডল, অনীশা দাস এবং পিটার ডি’ক্রুজ। এর মধ্যে ওই যুবতী অনীশার স্বামী হল
বাবুসোনা। তাদের বাড়ি রিজেন্ট পার্ক থানা এলাকায়। এই ঘটনার পিছনে আরও কোনও বড় চক্র জড়িয়ে রয়েছে কিনা সেই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন: বেখেয়ালি রেল! প্ল্যাটফর্মে ‘ভুল ট্রেন’, নামতে গিয়ে আহত বহু যাত্রী