উত্তর ২৪ পরগনার ভাঙড়ে (Bhangar) চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে মারার ঘটনায় দুজনকে গ্রেফতার করল পুলিশ। রবিবার এই মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ চেক করে পুলিশ। তার ভিত্তিতেই দুই সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত বাকিদের খোঁজ চালাচ্ছে ভাঙড় থানার পুলিশ (bhangar police station)।মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে খুনের মামলা রুজু করা হয়েছে।


ভাঙড় বাজার এলাকায় গত কয়েক দিন ধরে চুরির ঘটনা বেড়ে গিয়েছিল বলে অভিযোগ স্থানীয়দের। এলাকায় রাতপাহারার বন্দোবস্ত করা হয়েছিল। কিন্তু তাতেও কোন কাজ হচ্ছিল না। এরপর রবিবার ভাঙড় বাজার এলাকায় আজগর মোল্লা নামের ব্যক্তিকে চোর সন্দেহে পিটিয়ে খুন করা হয়। উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। সিসিটিভি ফুটেজ দেখে মারধরের বিষয়টি সম্পর্কে নিশ্চিত হয়েছে পুলিশ। এই ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই দুজনকে গ্রেফতার করা হয়েছে বলে খবর মিলেছে।









































































































































