প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর আজ ১১১তম জন্মদিন। বিদেশে পড়াশোনা শেষ করেই কমিউনিস্ট রাজনীতিতে হাতেখড়ি তাঁর। একটানা দু’দশক বিরোধী নেতা ছিলেন। ১৯৬৭ সালে জ্যোতি বসু প্রথম মন্ত্রী হলেন যুক্তফ্রন্ট সরকারের। তার ঠিক এক দশক পর তৈরি হল বামফ্রন্ট সরকার। টানা ২৩ বছর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন তিনি। তাঁর জন্মদিনে শ্রদ্ধা জানিয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

সোমবার নিউ টাউনে তাঁর নামাঙ্কিত গবেষেণা কেন্দ্রেই পালিত হয়েছে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর জন্মদিন।
আরও পড়ুন- মস্কো পৌঁছালেন মোদি, যুদ্ধে আটকে পড়া ভারতীয়দের উদ্ধারের আশা








































































































































