চোর সন্দেহে গণপিটুনি ভাঙড়ে! মৃতদেহ ময়নাতদন্তে পাঠাতে বাধা পরিবারের

0
2

ফের চোর সন্দেহে গণপিটুনির আশঙ্কা দক্ষিণ ২৪ পরগণার ভাঙড়ে। ঘটনা আদৌ গণপিটুনি কিনা তা জানা যাবে দেহের ময়নাতদন্তের পরে। যদিও দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যেতে পুলিশকে বাধার মুখে পড়তে হয় মৃতের পরিবারের। স্থানীয়দের দাবি এলাকায় বেশ কিছুদিন চুরির ঘটনা ঘটায় শনিবার রাতে ওই ব্যক্তিকে বেঁধে মারধর করা হয়।

ভাঙড় থানার কাছে বাজার এলাকায় বেশ কিছু দিন ধরে চুরির ঘটনা ঘটছিল। বাজারে রাতের পাহাদার থাকলেও চুরি হচ্ছিল। তবে পাহারাদার চলে যাওয়ার পরে চুরির ঘটনা ঘটায় ব্যবসায়ীরা নিজেরাই শনিবার রাতে নজরদারি করেন। তখনই আজগর আলি (৫০) নামে ওই ব্যক্তিকে দেখতে পান তাঁরা।

স্থানীয় বাসিন্দাদের দাবি, আজগরকে সেখানেই বেঁধে রাখা হয়। অনেকের দাবি সেখানেই মারধর করা হয়। সেই সময়ই অনেকে দেখতে পান ওই ব্যক্তি মাদকাশক্ত। সকালে সেখানে আজগরের মৃতদেহ উদ্ধার হয়। প্রশ্ন উঠেছে পুলিশের নজরদারি নিয়েও। থানার কাছেই মৃতদেহ পড়ে থাকা সত্ত্বেও পুলিশের নজর কীভাবে এড়িয়ে গেল এই ঘটনা, তা নিয়ে প্রশ্ন বাসিন্দাদের।

সকালে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু করলে বাধা দেয় মৃতের পরিবার। ময়নাতদন্তের আগে গণপিটুনির বিষয়ে নিশ্চিত হওয়া যাবে না বলে দাবি পুলিশের। যদিও এই ঘটনায় এখনও কোনও অভিযোগ দায়ের হয়নি।