চলছে উইম্বলডন । আর সেই টুর্নামেন্টে রাজকীয় সংবর্ধনা পেলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকর। এদিন উইম্বলডনে মুখোমুখি হয়েছিলেন ক্যামেরন নরি আর আলেজান্ডার জেরেভের। সেই ম্যাচ দেখতে যান সস্ত্রীক সচিন তেন্ডুলকর। আর সেখানেই সচিনকে সংবর্ধনা দেয় উইম্বলডন।
এদিন ক্যামেরন নরি আর আলেজান্ডার জেরেভেরের ম্যাচ দেখতে উপস্থিত ছিলেন ইংল্যান্ডের তারকা ক্রিকেটার বেন স্টোকস, জস বাটলার, জো রুট। ছিলেন ম্যাঞ্চেস্টার সিটির কোচ পেপ গুয়ার্দিওলাও। সেখানেই স্ত্রী অঞ্জলি তেন্ডুলকরকে নিয়ে খেলা দেখতে যান সচিন তেন্ডুলকর। আর সেখানেই সচিনকে বিশেষ সম্মান দেয় উইম্বলডন। যেই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে দেখা যাচ্ছে, সঞ্চালিকা ঘোষণা করেন, “আমাদের মধ্যে ভারত থেকে উপস্থিত ক্রীড়াজগতের এক কিংবদন্তি। যিনি বিশ্বজয়ী এবং ক্রিকেট ইতিহাসের সবচেয়ে রানের মালিক। আপনাকে স্বাগত জানাই সচিন তেন্ডুলকর।” সঙ্গে সঙ্গে হাততালির সুর চড়তে থাকে। উঠে দাঁড়ান সচিন।
View this post on Instagram
আরও পড়ুন- জিম্বাবোয়ের বিরুদ্ধে ১৩ রানে হার ভারতের