অফিসের ছুটি জোগাড়ের ব্যাপার থাকলে সপ্তাহান্তে কলকাতার আশপাশে স্বপরিবারে কিংবা বন্ধুবান্ধবের সঙ্গে ঘুরে আসার প্ল্যান করতে পারেন। রাজ্যের প্রাকৃতিক সৌন্দর্য, প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ইতিহাস, ঐতিহ্য, পুরাকীর্তি, পর্যটন সম্পদ সম্পর্কে জানতে পারবেন এই উৎসবে।
ক্ষুদিরাম অনুশীলন ক্ষেত্রে এই পর্যটন উৎসবের মানুষের কাছে পৌঁছতে মাজদরিয়া ভিলেজ কটেজ অগ্রগণ্য। নানান স্বাদের খাবার যদি খেতে চান তবে ফুট পার্টনার গ্লোবাল মাস্টার কিচেন। তাদের খাবার এবং স্বাদের জুড়ি মেলা ভার।
প্রাকৃতিক সৌন্দর্য, প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ইতিহাস, ঐতিহ্য, পুরাকীর্তি, পর্যটন সম্পদ সম্পর্কে জানতে পারবেন এই উৎসবে।আজকেএই স্টলে উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেত্রী পাপিয়া অধিকারী।
মাজদরিয়া ভিলেজ কটেজের কর্ণধার প্রণব বিশ্বাস বলেন, সাধারণ মানুষ মধ্যবিত্তদের কম খরচে স্বপ্ন পূরণের জন্য আমরা সব সময় পাশে আছি।