বিতর্ক যেন কিছুতেই নিটের (NEET) পিছু ছাড়ছে না। প্রথমে প্রশ্ন ফাঁস বিতর্ক, তারপর পরীক্ষার নতুন দিন নিয়ে টালবাহানা এরপর আজ পিছিয়ে গেল NEET UG কাউন্সিলিং। শনিবার ন্যাশনাল টেস্টিং এজেন্সির (National Testing Agency) তরফে জানানো হলো যে আজ কাউন্সিলিং হচ্ছে না। কবে এই প্রক্রিয়া শুরু হবে তা নিয়ে নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি।
গত ৪ জুন ডাক্তারের প্রবেশিকা পরীক্ষার ফল প্রকাশিত হওয়ার পর দেখা যায় ৬৭ জন প্রথম স্থান অর্জন করেছে। গ্রেস নম্বর দেওয়া নিয়ে শুরু হয় বিতর্ক। প্রশ্ন ফাঁসের কথা প্রকাশ্যে আসার পর নিট পরীক্ষা বাতিলের দাবিতে গোটা দেশ উত্তাল হলেও, NTA কোনভাবেই পুরো পরীক্ষা বাতিল করতে চায়নি। মামলা গড়ায় সুপ্রিম আদালতে (Supreme Court)। শীর্ষ আদালত স্পষ্ট করে জানিয়ে দেয় কাউন্সিলিং প্রক্রিয়া বন্ধ করা যাবে না। শনিবার আচমকাই NEET UG স্থগিত ঘোষণা করলো NTA। কেন এমন সিদ্ধান্ত তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।