ইউরোপের সর্ববৃহৎ জীবন্ত আগ্নেয়গিরি মাউন্ট এটনা ফের জেগে উঠেছে। ব্যাপক ক্ষতির সম্ভাবনা ইতালির। তার আগেই হলুদ সতর্কতা জারি করা হল হলুদ সতর্কতা। সিসিলি দ্বীপের নাগরিক সুরক্ষার জন্য তৎপরতা শুরু প্রশাসনের। অন্যদিকে ছাই ও লাভা উদগিরণ সমস্যায় ব্যাহত হচ্ছে ক্যাটানিয়া বিমান বন্দর থেকে বিমান পরিষেবা।


এই সপ্তাহের শুরুতে প্রবল কম্পন ও লাভা উগরে দিয়ে ভয়াবহ চেহারা ধারণ করে এটনা। বিশেষজ্ঞদের দাবি, এই দুর্যোগ অনেক বেশি শক্তিশালী। বিমান ও ড্রোন দিয়ে সেই লাভার ফোয়ারার ছবি তুলতে থাকেন পর্যটকরা। সেই কারণে সিসিলি দ্বীপে সবুজ সতর্কতা বাড়িয়ে হলুদ সতর্কতা জারি করা হয়। সেই সঙ্গে ছাইয়ে ঢাকা পড়তে থাকে আশেপাশের জনবসতি এলাকা। ছাইয়ে ঢাকা পড়ে যায় ক্যাটানিয়া বিমান বন্দরও। ফলে বন্ধ করে দেওয়া হয় বিমান চলাচল। সেই সঙ্গে ধোঁয়ার জন্য এয়ার ট্রাফিকেও জারি করা হয় সতর্কতা।

তবে শুক্রবার ফের চালু হয় ক্যাটানিয়া বিমান বন্দর। যদিও এটনার একটি ফাটল দিয়ে লাভা বেরোনো এখনও বন্ধ হয়নি। তবে বিমান বন্দর চালু হওয়ায় সিসিলির মতো গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্রে আটকে পড়া পর্যটকদের সুবিধা হবে। এটনার লাভা উদগিরণের পরেই জেগে উঠেছে পাশের আরও এক আগ্নেয়গিরি – মাউন্ট স্ট্রমবোলিয়া। সেখান থেকেই লাভা বেরোনোয় সতর্কতা জারি করা হয়েছে স্ট্রমবোলিয়া দ্বীপে।









































































































































