একদিনে দুবার গুলির লড়াই কুলগামে, নিহত জওয়ান

0
3

জম্মু ও কাশ্মীরের কুলগামে ফের সেনা-জঙ্গি গুলির লড়াই শনিবার। সকালে এক জায়গায় সংঘাতে পরে ফের বিকালে অন্য একটি জায়গা থেকে গুলির আওয়াজে সতর্ক হয়ে ওঠেন স্থানীয় মানুষ। এলাকার দখল নেয় পুলিশ ও নিরাপত্তা রক্ষী বাহিনী।

শনিবার সকালে কুলগামের মোদরগাম এলাকায় লুকিয়ে থাকা জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই শুরু হয় সেনা জওয়ানদের। বাসিন্দাদের নিরাপত্তা বিঘ্নিত না করে গোটা এলাকা ছেয়ে ফেলে ভারতীয় সেনা জওয়ানরা। তবে সেনা-জঙ্গি গুলির লড়াইতে আহত হন এক জওয়ান। পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়। যদিও লুকিয়ে থাকা জঙ্গিদের জন্য তল্লাশি জারি রেখেছে ভারতীয় সেনা।

এরপরই বিকালে ফের ফ্রিসল চিন্নিগম এলাকায় জঙ্গিদের সন্ধানে ভারতীয় সেনা গেলে সেখানেও গুলির লড়াই শুরু হয়। প্রাথমিকভাবে স্থানীয় পুলিশের সঙ্গে ভারতীয় সেনা জওয়ানদের যোগাযোগ বিচ্ছিন্ন হলেও পরে ফের যোগাযোগ স্থাপন হয় অল্প কিছুক্ষণের মধ্যে। তবে দক্ষিণ কাশ্মীরের এই এলাকা থেকে কোনও জঙ্গিকে এখনও পর্যন্ত গ্রেফতার করার খবর প্রকাশিত হয়নি পুলিশ বা নিরাপত্তা বাহিনীর তরফে।