ইউরো কাপের সেমিফাইনালে স্পেন । এদিন কোয়ার্টার ফাইনালে আয়োজক দেশ জার্মানিকে হারালো ২-১ গোলে । স্পেনে হয়ে গোল অলমো এবং মেরিনোর। নির্ধারিত সময়ে ম্যাচের ফলাফল না আসায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ে শেষ মিনিটে গোল করে সেমিফাইনালের টিকিট পাকা করে ফেলে স্পেন।
ম্যাচে প্রথম থেকেই চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। তবে জার্মানির তুলনায় প্রথমার্ধে আক্রমণে ঝাপায় বেশি পেদ্রি, মোরাতারা। তবে প্রথমার্ধে গোলের দরজা খুলতে ব্যর্থ হয় দু’দল। প্রথমার্ধে ম্যাচের ফলাফল থাকে গোলশূন্য। তবে ম্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁঝ বাড়ায় জার্মানরা। পালটা আক্রমণে ঝাঁপাতে ভোলেনি স্পেন। যার ফলে ম্যাচে ৪৭ মিনিটে সুযোগ চলে আসে স্প্যানিশদের সামনে। তবে তা কাজে লাগাতে ব্যর্থ হন স্পেনের অধিনায়ক মোরাতা। তবে স্পেনের গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ম্যাচের ৫১ মিনিটে গোল করে স্পেনকে এগিয়ে দেন অলমো। এরপর পালটা আক্রমণে ঝাপায় জার্মানরা। তবে যখন মনে করা হচ্ছিল ম্যাচ হারের পথে জার্মানরা, ঠিক তখনই সমতা ফেরান মুশিয়ালারা। ম্যাচের ৮৯ মিনিটে সমতায় ফেরে জার্মানিরা। জার্মানদের হয়ে সমতা ফেরান উইর্টজ। এরপর নির্ধারিত সময়ে ম্যাচের ফলফল না আসায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। এরপর ম্যাচের ১১৯ মিনিটে গোল করে স্পেনকে সেমিফাইনালে পৌঁছে দেন মেরিনো।
আরও পড়ুন- মুম্বই পুলিশকে কুর্নিশ বিরাট-জাদেজার, দিলেন বিশেষ বার্তা




 
 
 
 




































































































































