গুজরাতের সুরাটে ভয়ঙ্কর দুর্ঘটনা। তাসের ঘরের মত ভেঙে পড়ল বহুতল। এই ঘটনায় আহতের সংখ্যে কমপক্ষে ১৫ জন। ভিতরে অনেকের আটকে থাকার আশঙ্কা। বিপর্যয়ের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও দমকল বাহিনী। শুরু হয়েছে উদ্ধারকাজ।
গত কয়েক দিন ধরেই ভারী বৃষ্টি চলছে সুরাটে। এর জেরেই সচিন পালি গ্রামের বহুতলটি ভেঙে পড়েছে বলে মনে করা হচ্ছে। যে বাড়িটি ভেঙে পড়েছে তা কয়েক বছর আগে তৈরি বলে স্থানীয়রা জানিয়েছেন। ১০-১৫ জনের চাপা পড়ার আশঙ্কা করা হলেও আদতে কতজন চাপা পড়ে রয়েছে সেটা নিয়ে নিশ্চিত হতে পারছে না কেউই। পুলিশ, দমকল বাহিনী ইতিমধ্যে উদ্ধারকাজ শুরু করে এক মহিলাকে উদ্ধার করেছে। ভেঙে পড়ার পর ঘটনাস্থলের কিছু ভিডিও প্রকাশ্যে এসেছে, যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
আরও পড়ুন- তৃণমূলকে নিশানা-ভাতাকে ‘ভিক্ষা’ বলার খেসারৎ দিয়েছে বঙ্গ CPIM: স্বীকার কেন্দ্রীয় কমিটির