ফ্রান্সের কাছে টাইব্রেকারে হেরে ইউরো কাপ থেকে বিদায় নেয় পর্তুগাল। গতকাল ইউরোর কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে খেলতে নেমে টাইব্রেকারে হারের মুখ দেখে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দল। এরপরই কান্নায় ভেঙে পরেন পেপে। যদিও চোখে জল না দেখা গেলেও একদম চুপ হয়ে যান পর্তুগিজ অধিনায়ক। এরপরই প্রশ্ন উঠে ইউরোর সঙ্গে সঙ্গে কি পর্তুগালের জার্সিতেও শেষ ম্যাচ খেলে ফেললেন সিআরসেভেন? আর এই নিয়ে ম্যাচ শেষে মুখ খোলেন পর্তুগাল কোচ রবার্তো মার্তিনেজ।
ম্যাচ শেষে তিনি বলেন, “ ম্যাচের শেষে এটা বলা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ব্যক্তিগত ভাবে কোনও সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি। এটুকু বলতে পারি।“
এদিকে ফ্রান্সের কাছে হারলেও, নিজের দল নিয়ে গর্বিত মার্তিনেজ। তিনি বলেন “ আমরা সমর্থকদের জন্য জেতার লক্ষ্য নিয়ে মাঠে নামি। আমরা হারলেও এই বিদায় গর্বের। আমরা নিজেদের সব কিছু দিয়ে চেষ্টা করেছি। এই অভিজ্ঞতা ছেলেদের গড়ে উঠতে সাহায্য করবে। এই সুযোগ ওদের ব্যক্তিত্ব গড়ে তুলবে। আমরা ফাইনাল থার্ডে বেশ কয়েক বার বিপজ্জনক পরিস্থিতি তৈরি করতে পেরেছি। ছেলেরা সমানে সমানে লড়াই করেছে। এই পারফরম্যান্স আমাদের গর্বের সঙ্গে ভবিষ্যতের দিকে তাকাতে সাহায্য করবে।“
আরও পড়ুন- আগামিকাল কোপার কোয়ার্টারে নামছে ব্রাজিল, সামনে উরুগুয়ে