ভারতীয় সিনেমায় (Indian Cinema)ফিরছেন পাকিস্তানি অভিনেতা। বলিউডি সিনেমায় মহিলাদের মন জয় করে আচমকাই সরে যান সুদর্শন অভিনেতা ফাওয়াদ খান (Pakistan actor Fawad Khan)। তাঁর স্টাইল, ম্যানারিজম, লুকস সবকিছু মিলিয়ে মহিলা ফ্যানেদের হৃদকম্পন বেড়ে যাওয়াটা খুবই স্বাভাবিক মনে হয়েছিল ফিল্ম সমালোচকদের। ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত, করণ জোহর পরিচালিত ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে অনুষ্কা শর্মার বিপরীতে শেষবার তাঁকে দেখা যায়। তারপর এসব থেকে অনেক দূরে চলে গেছিলেন তিনি। তবে আট বছর পর রোম্যান্টিক ইমেজে ভারতের বিনোদুনিয়ায় ফিরছেন নায়ক। মায়ানগরীতে কান পাতলে শোনা যাচ্ছে এবার নাকি অভিনেত্রী বাণী কাপুরের (Vaani Kapoor)সঙ্গে জুটি বাঁধছেন তিনি। যদিও ছবির নাম অজানা।


‘খুবসুরত’ ছবিতে সোনম কাপুরের সঙ্গে তাঁকে প্রথমবার দেখেই বিটাউন বুঝেছিল এই অভিনেতা লম্বা রেসের ঘোড়া। ‘কাপুর অ্যান্ড সনস’ ছবিতে সমকামী চরিত্রে অভিনয় করে চমকে দেন। যদিও অনুস্কার সঙ্গে দীর্ঘ সময় পর্দায় দেখা যায়নি তাঁকে। কিন্তু প্রত্যাশা ছিল দক্ষিণ এশিয়ার দর্শকদের কাছে তুমুল জনপ্রিয় হয়ে ওঠা এই অভিনেতার রোম্যান্টিক ছবি দেখার। সেই স্বাদ এবার পূরণ হতে চলেছে। স্টোরিলাইন বলছে ফাওয়াদ এবং বাণীর চরিত্রটি দুই হৃদয় ভাঙা মানুষের। পরিস্থিতি তাঁদের একে অন্যের প্রেমে পড়তে শেখায়। এই ছবি নিয়ে আশাবাদী নির্মাতারা।








































































































































