প্রায় পাঁচ মাস পর জামিনে মুক্তি পেয়েই নিজের চেনা চেয়ারে কামব্যাক করলেন হেমন্ত সোরেন (Hemant Soren)। বৃহস্পতিবারই বিকেল পাঁচটা নাগাদ দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন JMM নেতা। বুধবার সন্ধ্যায় রাজ্যপালের কাছে গিয়ে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন চম্পই সোরেন। তার পরেই নতুন করে জেএমএম-কংগ্রেস-আরজেডি জোটের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার জন্য আবেদন জানান হেমন্ত (Hemant Soren)। এদিন দুপুরে ঝাড়খণ্ড প্রদেশ কংগ্রেস সভাপতি রাজেশ ঠাকুর এবং RJD নেতা সত্যানন্দ ভক্তকে নিয়ে রাজভবনে যান তিনি। এরপর দল ও জোটের নেতাদের নিয়ে বৈঠকে বসেন। জেএমএম পরিষদীয় দলের বৈঠকে বুধবারই মুখ্যমন্ত্রী চম্পইকে সরিয়ে হেমন্তকে ফেরানোর বিষয়ে আনুষ্ঠানিক প্রস্তাব গৃহীত হয়। প্রাথমিকভাবে জানানো হয়েছিল যে রবিবার শপথ গ্রহণ হবে কিন্তু পরে সিদ্ধান্ত বদল করা হয়। রাজভবনে বৈঠকের পরই এক্স হ্যান্ডেলে বিজেপিকে নিশানা করে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী লেখেন, ‘শত্রুরা যে গণতন্ত্র বিরোধী ষড়যন্ত্র করে তার শেষের শুরু হয়ে গিয়েছে।’


<span;>ঝাড়খণ্ডে জমি দুর্নীতি সংক্রান্ত বেআইনি আর্থিক লেনদেনের মামলায় হেমন্তকে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। গ্রেফতারির আগে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছিলেন হেমন্ত। সেই সময় রাজ্যের শাসনভার সামলাতে চম্পাইকে মুখ্যমন্ত্রী মনোনীত করে জেএমএম নেতৃত্ব। পাঁচ মাস জেলে বন্দি থাকার পর গত ২৮ জুন যামিনী মুক্তি পান শিবু সোরেন-পুত্র। আগামী ডিসেম্বরেই ঝাড়খন্ডে বিধানসভা নির্বাচন। তার আগে তৃতীয়বারের জন্য বৃহস্পতিবারই জেএমএম নেতা হেমন্ত সোরেন শপথ পাঠ করলেন রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণনের কাছে। 




 
 
 
 


































































































































