এবার উত্তর ২৪ পরগনার নিউ ব্যারাকপুরে (Barrackpore ) অর্থলগ্নি সংস্থার এক প্রাক্তন কর্মী রঞ্জিত ঘোষের বাড়িতে হানা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (Enforcement Directorate)। বুধবার সকাল সাড়ে ৭টা নাগাদ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ৫ সদস্যের একটি দল নিউ ব্যারাকপুরের ১৭৫ মেইন রোডে একটি অ্যাপার্টমেন্টের বি-ব্লকে ওই কর্মীর বাড়িতে হানা দেয়। শেষ পাওয়া খবর এখনও পর্যন্ত ওই কর্মীর ফ্ল্যাটে তল্লাশি চলছে। তবে ইডি আধিকারিকরা ঠিক কোন অভিযোগে ওই ব্যক্তির বাড়িতে তল্লাশি চালাচ্ছেন সেই বিষয়ে এখনও পর্যন্ত নির্দিষ্টভাবে কিছু জানা যায়নি।


সূত্রের খবর, ওই ব্যক্তি স্ত্রী পুত্র পরিবার নিয়ে নিউ ব্যারাকপুরের ওই অ্যাপার্টমেন্টে থাকেন। এক সময় একটি অর্থলগ্নি সংস্থায় কাজ করতেন তিনি। স্থানীয় সূত্রে খবর, এলাকায় যথেষ্ট ভদ্রলোক হিসেবেই পরিচিত তিনি। সবার সঙ্গে সুম্পর্ক রেখেই বসবাস করেন এলাকায়। স্থানীয়রাও ওই ব্যক্তির সম্পর্কে কখনও খারাপ কিছু শোনেনি বলেই খবর। তবে বাড়ির বাইরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের পাশাপাশি নিউ ব্যারাকপুর থানার আধিকারিকরাও উপস্থিত আছেন বলে খবর। গোটা বিষয়টি ঘিরে এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য।
যদিও তল্লাশির বিষয়ে ফ্ল্যাটের অনান্য বাসিন্দাদের মতে, এলাকায় সজ্জন হিসাবেই পরিচিত তিনি। স্ত্রী ও ছেলেকে নিয়ে থাকেন। ছেলে বাইরে ইঞ্জিনিয়ারিং পড়ে। সবার সঙ্গেই ওঁর খুব ভালো সম্পর্ক। কোনওদিনই ওঁর সম্পর্কে খারাপ কিছু শুনিনি।










































































































































