জামিনে মুক্তির পর ফের ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে ফিরছেন হেমন্ত সোরেন। সূত্রের খবর এমনটাই। হেমন্ত সোরেনের গ্রেফতারির পর মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছিলেন চম্পাই সোরেন। এরপর বুধবার রাজ্যপালের কাছে নিজের ইস্তফাপত্র জমা দিয়েছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন। সেই সঙ্গেই ঝাড়খণ্ডে সরকার গঠনের জন্য রাজ্যপালের কাছে দাবি পেশ করেছেন হেমন্ত সোরেন। উল্লেখ্য, গত মাসেই জামিন পেয়ে জেল থেকে মুক্তি পেয়েছেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্য়মন্ত্রী হেমন্ত। তার পরেই সম্ভবত পুরনো কুর্সিতে ফিরতে চলেছেন তিনি।

বুধবার সন্ধে সাতটা নাগাদ রাজভবনে পৌঁছন চম্পাই সোরেন (Champai Soren)। রাজ্যপাল সিভি রাধাকৃষ্ণনের কাছে ইস্তফা জমা দেন। ইস্তফাপত্র গৃহীত হওয়ার পরেই সরকার গঠনের জন্য রাজ্যপালের কাছে দাবি জানান জেএমএম নেতা হেমন্ত।

প্রসঙ্গত, গত ৩১ জানুয়ারি ঝাড়খণ্ডে জমি দুর্নীতি সংক্রান্ত বেআইনি আর্থিক লেনদেনের মামলায় হেমন্তকে গ্রেফতার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। গ্রেফতারির আগে মুখ্যমন্ত্রিত্বে ইস্তফা দিয়েছিলেন তিনি। হেমন্তের অনুপস্থিতিতে চম্পইকে মুখ্যমন্ত্রী মনোনীত করেন জেএমএম নেতৃত্ব। পাঁচ মাস রাঁচীর বিরসা মুন্ডা জেলে বন্দি থাকার পরে গত ২৮ জুন ঝাড়খণ্ড হাই কোর্টের নির্দেশে মুক্তি পান হেমন্ত।
আরও পড়ুন- গণপিটুনির ঘটনা আটকাতে কড়া পদক্ষেপ রাজ্যের, জারি একগুচ্ছ নির্দেশিকা








































































































































