নিট কাণ্ডে নজরে নিউটাউন, অভিজাত আবাসনে CBI হানা

0
2

NEET কাণ্ডে এবার কলকাতার নিউটাউনের এক অভিজাত আবাসনে পৌঁছে গেল সিবিআইয়ের (CBI)একটি দল। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে অমিত কুমার নামে এক ব্যক্তির ফ্ল্যাটে হানা দিল কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দারা। সূত্রের খবর ফ্ল্যাট তালা বন্ধ অবস্থায় থাকায় এক চাবিওয়ালাকেও নিয়ে যাওয়া হয়। যদিও এই সংক্রান্ত কোনও তথ্যই অফিসিয়ালি CBI আধিকারিকদের তরফে জানানো হয়নি।

পড়ুয়াদের জীবন, ভবিষ্যৎ নিয়ে ছেলেখেলা করার পর কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের তরফে গত ২২ জুন সিবিআইয়ের হাতে তদন্তভার তুলে দেওয়া হয়। ইতিমধ্যেই বিহার, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র এবং গুজরাট থেকে মোট ৩৩ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের জেরা করে এই প্রশ্নফাঁসের ঘটনায় দুই চক্রীর নাম উঠে এসেছে। তাঁদের মধ্যে সিকন্দর যাদবেন্দু আগেই গ্রেফতার হয়েছেন। অন্য চক্রী সঞ্জীব মুখিয়াকে খুঁজছেন তদন্তকারীরা। সেই সূত্রেই এই অভিযান কীনা তা স্পষ্ট নয়।