নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে চোপড়া ও শিলিগুড়ির দুটি পৃথক ঘটনায় কড়া ব্যবস্থা নিল দল। সরকারি জমি দখলের অভিযোগে গ্রেফতার হওয়া ডাবগ্রামের ব্লক সভাপতিকে বহিষ্কার করল দল। আর চোপড়ার ঘটনার প্রেক্ষিতে তৃণমূল বিধায়ক হামিদুল রহমানকে শো কজ করা হয়েছে।

মঙ্গলবার উত্তরদিনাজপুর তৃণমুল জেলা সভাপতি কানাইয়ালাল আগারওয়াল হামিদুলকে শো কজের চিঠি পাঠিয়েছেন। আগামী সাতদিনের মধ্যে তাঁকে উত্তর দিতে বলা হয়েছে। চোপড়ার ঘটনার পর হামিদুলের করা কিছু মন্তব্যে দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে। এর সঠিক কারণ ব্যাখ্যা করতে বলা হয়েছে বিধায়ককে। একইসঙ্গে ডাবগ্রামের দেবাশিস প্রমাণিককে তাঁর গর্হিত কাজের জন্য বহিষ্কার করা হল। এক্ষেত্রেও শীর্ষ নেতৃত্ব দলের ভাবমূর্তি রক্ষা, স্বচ্ছতা বজায় রাখা ও শৃঙ্খলারক্ষার ক্ষেত্রে কঠোর মনোভাব দেখিয়েছেন। এই কড়া পদক্ষেপেই স্পষ্ট, অদূর ভবিষ্যতে এই ধরনের ঘটনার ক্ষেত্রে কাউকে রেয়াত করা হবে না, তিনি যত বড় নেতাই হন না কেন।
আরও পড়ুন- গণপিটুনির ঘটনায় জিরো টলারেন্স! পুলিশকে আরও নজরদারির নির্দেশ মুখ্যমন্ত্রীর







































































































































