বিদ্যাসাগর মঞ্চে মধুভাষ আবৃত্তি চর্চা কেন্দ্রের রজতজয়ন্তী বর্ষ

0
1

বারাসত বিদ্যাসাগর মঞ্চে অনুষ্ঠিত হল মধুভাষ আবৃত্তি চর্চা কেন্দ্রের রজতজয়ন্তী বর্ষ। উপস্থিত ছিলেন আবৃত্তিজগতের নক্ষত্রপ্রতিম ব্যক্তিত্ব বিজয়লক্ষ্মী বর্মন, প্রবীর ব্রহ্মচারী, অনুপ ঘোষ, প্রীতম ভট্টাচার্য,মতিলাল সেন সহ অন্যান্য অনেকে। এছাড়াও ছিলেন মধুভাষের শুভানুধ্যায়ী কবি অধ্যাপক এবং বাচিক শিল্পী বিশ্বজিৎ দাস, কবি ও সাংবাদিক অনীশ ঘোষ এবং প্রদীপ আচার্য্য, নাট্য ব্যক্তিত্ব মানস চক্রবর্তী ও প্রসুন ব্যানার্জি সহ অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ। মধুভাষের রজতজয়ন্তী বর্ষের প্রতীকচিহ্ন উন্মোচন করেন আবৃত্তিকার অনুপম সেনগুপ্ত। প্রতীকচিহ্নটি তৈরি করেছেন শিল্পী বিবেক দাশগুপ্ত। অনুষ্ঠানে মধুভাষের পক্ষ থেকে সাংস্কৃতিক জগতের ত্রিশ জন বিশিষ্ট ব্যক্তিকে সম্বর্ধিত করা হয়। আকাশবাণীতে নির্বাচিত মধুভাষের ক্ষুদে সদস্যরাও তাঁদের প্রতিভা তুলে ধরে।

আরও পড়ুন- আধুনিক প্রযুক্তিতে সমীক্ষা, পথশ্রী প্রকল্পে গ্রামীণ এলাকায় আরও ২৫ হাজার রাস্তা করবে রাজ্য