রেশন মামলায় জিজ্ঞাসাবাদের পর বড় সিদ্ধান্ত নিলেন টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। কেন্দ্রীয় এজেন্সিকে ৭০ লক্ষ টাকা ফেরত দেওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন নায়িকা। ইতিমধ্যেই তিনি মেইল মারফত ইডিকে(ED ) সবটা জানিয়েছেন বলে খবর। যদিও তদন্তকারী সংস্থার তরফে এখনও পর্যন্ত এই সংক্রান্ত কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি।


রেশন মামলায় গ্রেফতার হওয়া এক অভিযুক্তের সঙ্গে ঋতুপর্ণার আর্থিক লেনদেনের তথ্য তদন্তকারীরা হাতে পেয়েছেন বলে দাবি করেছিলেন এক ইডি আধিকারিক। গত ১৯ জুন কলকাতায় ইডির সদর দফতরে হাজিরা দেন ঋতুপর্ণা। প্রায় সাড়ে চার ঘন্টা জিজ্ঞাসাবাদের পর বাইরে এসে তিনি ও তাঁর আইনজীবী জানান সব ধরনের নথি জমা দেওয়া হয়েছে এবং ইডি অফিসাররা যথেষ্ট সহযোগিতা করেছেন। প্রথম তলব থেকে ঋতুপর্ণা জানিয়েছিলেন যে রেশন মামলার সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই। তবে অভিনয় সংক্রান্ত একটি কাজের জন্য তিনি টাকা নিয়েছিলেন। যদিও সেখানে বাকিবুর রহমান বা জ্যোতিপ্রিয় মল্লিকের নাম উচ্চারণ করেননি ‘অযোগ্য’ নায়িকার আইনজীবী। এরপর আজ সকালে ঋতুপর্ণার তরফে ED আধিকারিকদের মেল করে ৭০ লক্ষ টাকা ফেরত দেওয়ার কথা জানানো হয়েছে।








































































































































