জেলে বসেই সাংসদ, এবার ইঞ্জিনিয়ার রশিদের জন্য সুখবর দিল আদালত

0
3

সাংসদ হয়েও শপথ নিতে পারেননি। নির্দল হয়ে বাজিমাত করেও স্বীকৃতি মেলেনি। এবার সেই ইঞ্জিনিয়ার রশিদের জন্য সুখবর শোনালো দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট। কেন্দ্রীয় সংস্থার হেফাজতে প্যারোলে মুক্ত হয়ে শপথ গ্রহণ করতে পারবেন রশিদ। মঙ্গলবার এই রায় শোনান অতিরিক্ত জেলা দায়রা বিচারক চান্দের জিৎ সিং।

আদালতের নির্দেশে ৫ জুলাই শপথ নিতে পারবেন কাশ্মীরের জয়ী সাংসদ ইঞ্জিনিয়ার রশিদ। জম্মু ও কাশ্মীরের বারামুল্লা আসন থেকে ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লাহকে ৪ লক্ষেরও বেশি ব্যবধানে ভোটে জয় পেয়েছেন। তাঁর জয়ের কাহিনী লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পরে গোটা দেশের কাছে গল্পের মত হয়ে দাঁড়িয়েছে। কিন্তু দেশের জয়ী প্রার্থীদের সংসদে শপথ নেওয়ার ভিড়ে তাঁর কথা হয়তো কারো মনেও ছিল না।

২০১৯ সালে থেকে জেলবন্দি রশিদ দুই ছেলের ‘কাঁধে ভর’ করে জনতার রায় পেয়েছেন সংসদে যাওয়ার জন্য। তারপরেই তিনি আদালতে শপথ গ্রহণের জন্য আবেদন করেন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ তাঁর আবেদনের বিরোধিতা করেনি। ফলে প্যারোলে মুক্ত হয়ে ৫ জুলাই তিনি সংসদে শপথ নিতে পারবেন।