মথুরায় জনবহুল এলাকায় জলের ট্যাঙ্ক ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত একাধিক

0
4

২,৫০০ কিলো লিটার জলের ট্যাঙ্ক। তৈরি হয়েছিল ২০২১ সালে। মাত্র তিন বছরেই জনবহুল এলাকায় স্থানীয় বাসিন্দাদের উপর ভেঙে পড়ল সেই জলের ট্যাঙ্ক। ঘটনায় এখনও পর্যন্ত দুই মহিলার মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি ১১ জন। ভাঙা ট্যাঙ্কের নিচে বেশ কিছু মানুষের চাপা পড়ে থাকার আশঙ্কায় সেনা বাহিনীকেও তলব করেছে স্থানীয় প্রশাসন।

গত কয়েকদিনে বিজেপি শাসিত রাজ্যে একাধিক গাফিলতির ছবি ধরা পড়েছে। রাস্তা থেকে বিমানবন্দর, মোদি জমানার কঙ্কালসার চেহারা তুলে ধরে ভেঙে পড়েছে একাধিক নির্মিত এলাকা। এবার সেই তালিকায় যোগ হল উত্তরপ্রদেশের মথুরা। কৃষ্ণ বিহার এলাকার মাত্র তিন বছরের পুরোনো জলের ট্যাঙ্ক জল সহ ভেঙে পড়ে। চাপা পড়ে যান বহু মানুষ। সেই সঙ্গে গোটা এলাকার বাড়িগুলিতে জল ঢুকে যায়। সেই সঙ্গে পার্শ্ববর্তী বাড়িও ক্ষতিগ্রস্থ হয়।

যোগীরাজ্যে আইন শৃঙ্খলার অবনতি থেকে কুশাসন দেখে যখন লোকসভা নির্বাচনে বিরোধী জোটের প্রতি আস্থা ফেরাতে শুরু করেছে রাজ্যের মানুষ। এবার এই রাজ্যে নির্মাণ কাজে কী পরিমাণ দুর্নীতি, তার প্রমাণ হয়ে দাঁড়ালো মথুরার এই ঘটনা। বিশাল আকারের ট্যাঙ্কটি ভেঙে পড়ায় উদ্ধারকাজে দমকল বিভাগ, পুলিশের সঙ্গে সেনাবাহিনীকেও তলব করা হয়। তলায় অনেকের আটকে থাকার সম্ভাবনা। কীভাবে তিন বছরের মধ্যে জলের ট্যাঙ্ক ভেঙে পড়ে, তা নিয়ে প্রশ্ন তুলে তদন্তের নির্দেশ দিয়েছেন জেলাশাসক। তবে ঘটনায় প্রশাসনিক গাফিলতি চাপা দিয়ে নির্মাণকারীদের কাঠগড়ায় তুলতে তৎপর বিজেপি নেতারা।