আজ ইউরোর শেষ ষোলোর ম্যাচে নামছে ফ্রান্স, প্রতিপক্ষ বেলজিয়াম

0
3

আজ ইউরো কাপের শেষ ষোলোর ম্যাচে নামছে ফ্রান্স। সামনে বেলজিয়াম। চলতি ইউরোয় এখনও ওপেন ফুটবলে গোল পায়নি ফ্রান্স। প্রথম ম্যাচে অস্ট্রিয়ার বিরুদ্ধে একমাত্র গোলে জিতলেও সেটি ছিল আত্মঘাতী। পোল্যান্ডের বিরুদ্ধে ১-১ ড্র ম্যাচে পেনাল্টি থেকে গোলটি করেন কিলিয়ান এমবাপে। দিদিয়ের দেশঁর দলের স্ট্রাইকারদের পায়ে গোলের খরা। সোমবার ডুসেলডর্ফে শেষ ষোলোর ম্যাচে কঠিন লড়াই এমবাপেদের। সামনে এবার ফিফা ক্রমতালিকায় তৃতীয় স্থানে থাকা বেলজিয়াম। কেভিন ডি’ব্রুইনরা প্রথম ম্যাচে হারলেও শেষ দুই লড়াইয়ে ৪ পয়েন্ট নিয়ে চেনা ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছেন।

বেলজিয়ামের বিরুদ্ধে এমবাপেদের পুরনো ফর্মেশনেই খেলাতে পারেন দেশঁ। গ্রুপ পর্বে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৪-৪-২ ছকে দল নামিয়েছিলেন বিশ্বকাপজয়ী ফরাসি কোচ। পরের ম্যাচে পোল্যান্ডের বিরুদ্ধে ৪-৩-৩ ছকের আক্রমণাত্মক ফর্মেশনে খেলেন দেশঁ। তবে রোমেলু লুকাকুদের বিরুদ্ধে ফের পুরনো ছকেই হয়তো আস্থা রাখবে এমবাপেদের কোচ। ফরাসি শিবিরের খবর, বেলজিয়ামের বিরুদ্ধে চার ডিফেন্ডার ও চার মিডফিল্ডারের বিশ্বস্ত এবং সফল ফর্মেশনেই দল নামাবেন দেশঁ। এমবাপের সঙ্গে আপফ্রন্টে জুটি বাঁধতে পারেন ইন্টার মিলানের স্ট্রাইকার মার্কাস থুরাম।

গত দুটো বড় টুর্নামেন্টে (২০২১ ইউরো, ২০২২ বিশ্বকাপ) টাইব্রেকারে হেরে ছিটকে যেতে হয়েছিল ফ্রান্সকে। তাই শনিবার দীর্ঘ সময় ধরে পেনাল্টি মারার অনুশীলন করেছেন এমবাপে, গ্রিজম্যানরা।

আরও পড়ুন- কবে নতুন কোচের নাম ঘোষণা করবে বিসিসিআই ? জানালেন বোর্ড সচিব