চোপড়ায় (Chpora) মহিলাকে প্রকাশ্যে মারধরের ঘটনার নিন্দা করলেন যাদবপুরের তৃণমূল সাংসদ সায়নী ঘোষ (Saayoni Ghosh)। সায়নীর স্পষ্ট কথা, এমন ঘটনা নিন্দাজনক। এই ঘটনাকে তিনি বা তাঁর দল সমর্থন করে না। তবে বিষয়টি নিয়ে রাজনীতি হচ্ছে বলেও মনে করেন সায়নী।

এদিন সংসদের বাইরে দাঁড়িয়ে যাদবপুরের সাংসদ চোপড়া কাণ্ডে বিজেপির বিরুদ্ধেও তোপ দাগেন। সায়নী (Sayani Ghosh) বলেন, বাংলার মহিলারা সুরক্ষিত না অসুরক্ষিত, সে বিষয়ে বিজেপির কাছ থেকে কোনও কথা তাঁরা শুনতে চান না। বাংলার মা, বোনেরা নিজেদের নিরাপদ মনে করেন বলেই তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়কে দু হাত তুলে আশীর্বাদ করেছেন।

ঘটনার কড়া নিন্দা করে সায়নী ঘোষ বলেন, চোপড়ার ঘটনার বিরুদ্ধে পদক্ষেপ করা হবে। সেই সঙ্গে এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে আর না ঘটে, সেদিকেও খেয়াল রাখা হবে বলে মন্তব্য করেন তৃণমূল কংগ্রেসের যাদবপুরের সাংসদ।
আরও পড়ুন: কামারহাটিতে কাউন্সিলর অভিনেত্রী শ্রীতমাকে হে.নস্থার অভিযোগ








































































































































