প্রবল বর্ষায় বেরিয়ে পড়ল আহমেদাবাদের দাঁত বের করা চেহারা। স্মার্টসিটিতে রাস্তার মাঝখান থেকে ধ্বসে তৈরি হল বিপজ্জনক পরিস্থিতি। মোদির রাজ্যের রাজধানীর এই অবস্থা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা।

ফেব্রুয়ারিতেই আহমেদাবাদ আরবান ডেভেলপমেন্ট অথরিটি শহরের উন্নয়নে প্রায় ১৬০০ কোটি টাকা বরাদ্দ করেছিল। যে প্রকল্পের মধ্যে অন্যতম ছিল শহরের সেলা এলাকা সংযোগকারী রাস্তা, যার জন্য বরাদ্দ ছিল ২৫০ কোটি টাকা।

রবিবার প্রবল বৃষ্টিতে আহমেদাবাদের সেলা এলাকারই মূল রাস্তা দেখা যায় হঠাৎ ধ্বসে যায়। প্রায় তিন ফুট গর্ত হয়ে যায়। স্মার্টসিটির এই এলাকায় যানবাহন চলাচল ব্যাহত হয়।

কংগ্রেসের তরফ থেকে কটাক্ষ করা হয় মোদির রাজ্যের স্মার্টসিটির উন্নয়ন নিয়ে। বলা হয় মাটির তলায় বৃষ্টির জলে চাষবাসের বিশেষ ব্যবস্থা স্মার্টসিটি আহমেদাবাদেই পাওয়া যায় বলে কটাক্ষ করে তারা।









































































































































