বড়বাজারে বেআইনি পার্কিং রুখতে পথে নামল হাওড়া ব্রিজ ট্র্যাফিক গার্ড

0
2

কড়া হাতে বেআইনি পার্কিং রুখতে পথে নামল কলকাতা পুলিশের হাওড়া ব্রিজ ট্র্যাফিক গার্ড। সোমবার সকাল সকাল থেকেই যা দেখা গেল বড়বাজার কালাকার স্ট্রিটে। হাওড়া ব্রিজ ট্র্যাফিক গার্ডের অফিসার ইনচার্জ শৌভিক চক্রবর্তীর নেতৃত্বে পথে নামলেন পুলিশ কর্মীরা।প্রায়ই অভিযোগ উঠত ওই চত্বরে যত্রতত্র গাড়ির পার্কিং এবং ফুটপাত দখল করে হকারদের দাপাদাপির। এ দিন সকাল থেকেই হাওড়া ব্রিজ ট্র্যাফিক গার্ডের ওসি, সার্জেন্ট-সহ পুলিশকর্মীরা কালাকার স্ট্রিটে বোআইনি পার্কিং সরাতে কাজে নামেন। এলাকায় যত্রতত্র বেআইনি পার্কিং রুখতে পুলিশ ফুটপাতে পার্কিং করা মোটরবাইকের চালকের লাইসেন্স পর্যন্ত বাজেয়াপ্ত করেন।

কারোকে আবার সতর্ক করে সাফ জানিয়ে দেওয়া হয়, এবার লাইসেন্স বাজেয়াপ্ত করা হল, পরবর্তী সময়ে গাড়ি ক্রেন দিয়ে টেনে নিয়ে থানায় জমা করে দেওয়া হবে। খুশি এলাকার সাধারণ মানুষও। কেউ কেউ আবার ভয়ও পেয়েছেন। হাওড়া ব্রিজ ট্র্যাফিক গার্ডের অফিসার ইনচার্জ শৌভিক চক্রবর্তী বলেন, আমরা এলাকার মানুষকে নানা ভাবে সচেতন করতে চাই। তার পরেও যদি তাঁরা বিধি না মানেন, তখন হয়তো আইন অনুযায়ী জরিমানার পথে যেতে হবে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া বার্তার পরই বড়বাজারে বেআইনি পার্কিং রুখতে শুরু হয়েছে পুলিশি তৎপরতা।অনেক গাড়িতেই কাঁটা লাগিয়ে দেয় পুলিশ। এরই পাশাপাশি, হকারদের নিয়ম মেনে ব্যবসা করার কথা জানানো হয়। তারা প্রত্যেকেই পুলিশের সঙ্গে সহযোগিতা করেন। আগামিদিনেও এই ধরনের অভিযান চলবে বলে জানানো হয়।