ছেলেদের পর মেয়েদের ক্রিকেটেও দাপট টিম ইন্ডিয়ার। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে একমাত্র টেস্ট ম্যাচে ১০ উইকেটে জিতল হরমনপ্রীত কৌরের দল। ম্যাচে একাধিক রেকর্ড ভারতীয় দলের। ঝুলন গোস্বামীর রেকর্ড গড়েন ভারতের স্নেহ রানা। এক টেস্ট ম্যাচে একাই নিলেন ১০ উইকেট।

ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ৬ উইকেট হারিয়ে ৬০৩ রান তুলে ডিক্লেয়ার দেন ভারত অধিনায়ক হরমনপ্রীত। প্রথম ইনিংসে ব্যাট হাতে তান্ডব চালান শেফালি ভার্মা এবং স্মৃতি মান্ধনা। ২০৫ রান করেন শেফালি। স্মৃতি করেন ১৪৯ রান। এই রান তারা করতে নেমে প্রথম ইনিংসে ২৬৬ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। সৌজন্যে স্নেহ রানা। একাই নেন ৮ উইকেট। ২ উইকেট নেন দীপ্তি শর্মা। ফলো অন করানো হয় দক্ষিণ আফ্রিকাকে। দ্বিতীয় ইনিংসে ৩৭৩ রান তোলে প্রোটিয়ারা। জয়ের জন্য ভারতের দরকার ছিল ৩৭ রান। শেফালি বর্মা এবং শুভা সতীশ বিনা উইকেটে সেই রান তুলে নেন।আর ১০ উইকেটে ভারত টেস্ট ম্যাচ জিতে নেয়। ১০ উইকেট নেওয়ার সুবাদে ম্যাচের সেরা স্নেহ রানা।
আরও পড়ুন- টি-২০ বিশ্বকাপ জয়ের পরই ভারতের পরবর্তী লক্ষ্য স্থির করে দিলেন বোর্ড সচিব









































































































































