অবশেষে আইসিসি ট্রফির খরা মিটল । আইসিসি টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারত। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারায় টিম ইন্ডিয়া। আর এরপর আবেগে ভাসলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। চ্যাম্পিয়ন হয়ে জানালেন , দীর্ঘ কঠোর পরিশ্রমের ফল এই জয়।

ম্যাচ শেষে রোহিত বলেন, “ এই জয়ে খুশি। এটা দীর্ঘ চার পাচ বছরের কঠোর পরিশ্রমের ফল। আমরা অনেক কষ্ট করেছি। ছেলেরা খুব ভালো পারফর্ম করেছে। এটা কঠিন ম্যাচ ছিল। ছেলেরা যানে কঠিন সময়ে কিভাবে বেরিয়ে আসতে। তার আজকে সঠিক উদাহরন। আমি আমার দলের ছেলেদের জন্য গর্বিত। এবং ম্যানেজমেন্টকে অনেক দন্যবাদ আমাদের স্বাধিনতা দেওয়ার জন্য, যে আমরা পারব। আমাদের ওপর ভরসা করার জন্য। ”

এরপরই বিরাটের ইনিংস নিয়ে মুখ খোলেন ভারত অধিনায়ক। তিনি বলেন, “ আমরা জানি বিরাটের কী ক্ষমতা। শেষ ১৫ বছর ও কি পারফর্ম করছে আমরা দেখছি। ও বড় ক্রিকেটার। আজ ও কঠিন সময়ে দলের হাল ধরেছে। আমরা চাইছিলাম কেউ দলের হয়ে ব্যাট ধরুক। সেটাই বিরাট করেছে। ”
এরপরই বোলারদের প্রশংসা করেন রোহিত। বিশেষ করে প্রশংসা করেন বুমরাহ এবং হার্দিকের।
আরও পড়ুন- বিশ্বকাপে সেরা হয়ে বিরাট ঘোষণা কোহলির,জানালেন এটাই শেষ টি-২০ বিশ্বকাপ








































































































































