নারী শক্তির বিকাশের ক্ষেত্রে বরাবরই জোর দিয়েছে তৃণমূল। মহিলাদের সঙ্গে আলোচনা তাদের সুবিধা ও অসুবিধের দিকে বাড়তি নজর দিয়েছে দল। এবার বিধানসভা নির্বাচনের অনেকটা আগে থেকেই ফের নতুন কর্মসূচি নিচ্ছে তৃণমূল কংগ্রেস।

জানা গিয়েছে, এবার রাজ্যের সমস্ত ব্লক ও পুর অঞ্চলে ‘বৈঠকী সাক্ষাৎ’ করবে তৃণমূল মহিলা কংগ্রেস। পহেলা আগস্ট থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে একমাস ধরে। এরপর আবার দলের মহিলা কর্মী ও সদস্যদের নিয়ে কর্মিসভা করবে দল। সেই কর্মসূচি শুরু হবে সেপ্টেম্বর মাসে। চলবে প্রথম দুই সপ্তাহ। এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে, ‘মুখোমুখি আমরা’। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলার মহিলাদের উন্নয়নের কথা ভেবেছেন ঠিক তেমনভাবেই রাজ্যের মহিলারাও মুখ্যমন্ত্রীকে দুহাত ভরে ভোট দিয়েছেন। সেই প্রতিফলন দেখা গিয়েছে, লোকসভা নির্বাচনের ফলাফলে। তারা ভরসা রেখেছেন মুখ্যমন্ত্রীর উন্নয়নে। তাই ২৬ এর লক্ষ্যে এখন থেকেই শুরু হয়ে যাচ্ছে সংগঠন প্রসারের প্রস্তুতি।

মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, নির্বাচন পরবর্তীতে সাংগঠনিক জেলাভিত্তিক রিপোর্ট নিয়ে আলোচনা হয়েছে। উত্তরবঙ্গের অনেক জেলায় মহিলা ভোট বেড়েছে তবে কোচবিহার ছাড়া অন্য কেন্দ্রে নজরকাড়া সাফল্য চোখে পড়েনি। লক্ষ্মীর ভাণ্ডার-সহ মুখ্যমন্ত্রীর নানা কর্মসূচির টানে আগের চেয়ে অনেক বেশি সংখ্যায় মহিলা ভোটাররা আমাদের দলে এসেছেন। তাঁদের সাংগঠনিক নেটওয়ার্কে নিয়ে আসতে এবার বিশেষ কর্মসূচি নেওয়া হচ্ছে।
আরও পড়ুন- বিজেপিমুক্ত মহারাষ্ট্র গঠনের ডাক! বিধানসভা ভোটের আগেই ‘মাস্টারস্ট্রোক’ পাওয়ারের






































































































































