দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে T-20 বিশ্বকাপে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে আনল টিম ইন্ডিয়া (Team India)। ১৭ বছরের খরা কাটিয়ে যখন মাঠে আবেগে ভাসছেন রোহিত শর্মা, বিরাট কোহলি, হার্দিক পন্ডিয়ারা, তখন দেশের মাটিতে কোটি কোটি মানুষ সেই জয় উদযাপন করছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা ভারতীয় ক্রিকেটদলকে এক্স হ্যান্ডেলে অভিনন্দন জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu) এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।
নিজের এক্স হ্যান্ডেলে টিম ইন্ডিয়াকে অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি লেখেন,
“T-20 বিশ্বকাপ জেতার জন্য টিম ইন্ডিয়াকে আমার আন্তরিক অভিনন্দন। কখনও হার না মানা মনোভাবের সঙ্গে অপূর্ব দক্ষতায় কঠিন পরিস্থিতির মধ্যেও পুরো টুর্নামেন্ট জুড়ে অসামান্য ক্রিকেট প্রদর্শন করেছিল দল। ফাইনাল ম্যাচে অসাধারণ জয়। সাবাস, টিম ইন্ডিয়া! তোমাদের জন্য আমরা গর্বিত!”
My heartiest congratulations to Team India for winning the T20 World Cup. With the never-say-die spirit, the team sailed through difficult situations and demonstrated outstanding skills throughout the tournament. It was an extraordinary victory in the final match. Well done, Team…
— President of India (@rashtrapatibhvn) June 29, 2024
প্রধানমন্ত্রী নিজের এক্স স্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেন। একই সঙ্গে লেখেন,
“চ্যাম্পিয়নস!
আমাদের দল টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘরে তুলেছে স্টাইলে!
আমরা ভারতীয় ক্রিকেট দলকে নিয়ে গর্বিত।
এই ম্যাচটি ছিল ঐতিহাসিক।”
ভিডিওতে প্রধানমন্ত্রী বলেন, সারা দেশ এই ক্রিকেট ম্যাচ দেখেছে। ১৪০ কোটি ভারতবাসী আপনাদের জন্য গর্ব অনুভব করছেন।
CHAMPIONS!
Our team brings the T20 World Cup home in STYLE!
We are proud of the Indian Cricket Team.
This match was HISTORIC. ?? ? ? pic.twitter.com/HhaKGwwEDt
— Narendra Modi (@narendramodi) June 29, 2024