পরপর তিনদিন তিন বিমানবন্দরের অংশ ভেঙে পড়ার ঘটনায় এবার মোদি সরকারকে চরম কটাক্ষ তৃণমূলের। বিমানবন্দরের ছাদ ভেঙে পড়ার সঙ্গে মোদি সরকারের ভেঙে পড়ার তুলনা করে কটাক্ষ তৃণমূলের। রাস্তা থেকে বিমানবন্দর বারবার ঘটা করে উদ্বোধনের সময় বিজেপি যা ‘মোদি গ্যারান্টি’ বলে দাবি করে, ভেঙে পড়ার পর তা-ই বিরোধীদের এমনকি নেহেরুর দোষ বলে দাবি করতেও দ্বিধা করেনি বিজেপি।


তারপরেও পরপর তিনদিনে তিনটি বিমান বন্দরের অংশ ভেঙে পড়ায় কোনওভাবেই দায় এড়াতে পারে না বিজেপি, দাবি তৃণমূলের। সোশ্যাল মিডিয়ায় দাবি করা হয়, মোদি সরকার ভেঙে পড়ছে আক্ষরিক অর্থেই। দিল্লি, জবলপুরে একই ধরনের ঘটনার পর এবার গুজরাটের রাজকোট বিমানবন্দরের টার্মিনালের বাইরের ছাউনি ভেঙে পড়ল।

সেই সঙ্গে মোদি সরকারের আমলে যা যা তৈরি হয়েছে, সবক্ষেত্রে নিরাপত্তা সংক্রান্ত সমীক্ষা দাবি করা হয়। নরেন্দ্র মোদির আমলে তৈরি সব নির্মাণ খেলো ও দ্রুততায় তৈরি। যার ফলে সাধারণ মানুষের জীবন ঝুঁকির মধ্যে পড়ছে। সেই কারণেই এই সব নির্মাণের কঠিন সমীক্ষার দাবি করে তৃণমূল।









































































































































