ইউরোয় প্রথম প্রি-কোয়ার্টার ফাইনালে ইতালির সামনে সুইজারল্যান্ড

0
1

আজ থেকে শুরু  ইউরো কাপের প্রি-কোয়ার্টার ফাইনালের ম্যাচ। শনিবার ইউরোয় প্রথম প্রি-কোয়ার্টার ফাইনালে ইতালি খেলবে সুইজারল্যান্ডের বিরুদ্ধে। গ্রুপ পর্বে অপরাজিত থেকে নক আউটে খেলার যোগ্যতা অর্জন করেছে সুইজারল্যান্ড। অন্যদিকে, গ্রুপে প্রথম ম্যাচ জিতেও স্পেনের কাছে হার এবং ক্রোয়েশিয়ার বিরুদ্ধে শেষ মুহূর্তের গোলে হার বাঁচিয়ে কোনও ক্রমে শেষ ষোলোর ছাড়পত্র পেয়েছে গতবারের চ্যাম্পিয়ন আজুরিবাহিনী। নক আউটের শুরুতেই কঠিন লড়াইয়ের সামনে ইতালি।

আজুরি কোচ লুসিয়ানো স্পালেত্তি বলেছেন, ‘‘ক্রোয়েশিয়ার বিরুদ্ধে আমাদের লড়াইটা খুব কঠিন ছিল। কিন্তু ছেলেরা শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে পয়েন্ট ছিনিয়ে এনেছে। শেষ ষোলোয় সুইজারল্যান্ড খুব ভাল দল। ওরা প্রতিটি জায়গার জন্য লড়াই করে। দ্রুত গতিতে আক্রমণে উঠে রক্ষণ ভাঙার চেষ্টা করে। আমাদের সাবধান থাকতে হবে। আমাদের অনেক ভুলভ্রান্তি হচ্ছে। কিন্তু ভুলের সংখ্যা কমাতে হবে। আমাদের অনেক ফুটবলারের এই ধরনের টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতা নেই। তবে ওরা চেষ্টা করছে।’’

সুইজারল্যান্ডের নতুন মুখ ২৪ বছরের তরুণ উইঙ্গার ডান এনডোই জার্মানির বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচে গোল করে নজর কেড়েছেন। সুইস কোচ মারাট ইয়াকিন ইতালি ম্যাচেও ভরসা রাখছেন এনডোইয়ের উপর। ইয়াকিন বলেছেন, ‘‘ইতালির অনেক ভাল ফুটবলার আছে। আমাদের সামনে কঠিন চ্যালেঞ্জ। তবে বিপক্ষের শক্তি, দুর্বলতাকে আমরা কাজে লাগাব। তাছাড়া ওরাও আমাদের নিয়ে নিশ্চয় চিন্তায় থাকবে। আমরাও ভাল ফর্মে আছি। নক আউট ম্যাচ। টাইব্রেকারের জন্যও আমরা তৈরি।’’

আরও পড়ুন- বিশ্বকাপে রান না পাওয়া কোহলির পাশে সৌরভ গঙ্গোপাধ্যায়, বিরাটকে নিয়ে কী বললেন মহারাজ?