জঙ্গি যোগে STF-এর হাতে গ্রেফতার ‘শাহাদাত’ মডিউলের সাকরেদ

0
3

বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন শাহাদাত মডিউলের আরও এক জঙ্গিকে চেন্নাই থেকে গ্রেফতার করে রাজ্যে নিয়ে এল বেঙ্গল এসটিএফ। আনোয়ার শেখ নামে ওই যুবক পরিযায়ী শ্রমিক হিসাবে চেন্নাই গিয়েছিল। এক্ষেত্রেও তদন্তে উঠে আসছে জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত এমন এক নাম যার পরিচয় বা আপাত আচার ব্যবহার দেখে কোনওভাবেই জঙ্গি সংগঠনের সদস্য বলে অনুমান করাই সম্ভব নয়।

প্রতিবেশী দেশের সাম্প্রতিক মাথাচাড়া দিয়ে ওঠা শাহাদাত মডিউলের ক্ষেত্রে দেখা গিয়েছে সংগঠন বাড়ানোর দিকেই ঝোঁক তাদের বেশি কাজ করছে। মোবাইলে নিজস্ব অ্যাপের মাধ্যমে নীতি আদর্শের দিকে মিল থাকা যুবক যুবতীদের সংগঠনের সদস্য করার কাজ চালাচ্ছে জঙ্গি গোষ্ঠীর মাথারা। সেই মতোই কাঁকসার কলেজ ছাত্রকে প্রথম গ্রেফতারিতেও মগজ ধোলাইয়ের তত্ত্ব পেয়েছেন তদন্তকারীরা।

কাঁকসার কলেজ পড়ুয়া ও হাওড়া স্টেশনে গ্রেফতার হওয়া যুবকের সূত্র ধরেই চেন্নাই থেকে আনোয়ারকে গ্রেফতার করে এসটিএফ। দুই সঙ্গী গ্রেফতার হওয়াতেই চেন্নাইতে সে গা ঢাকা দিয়েছিল বলে দাবি, তদন্তকারীদের। অন্যদিকে নিষিদ্ধ বলে ঘোষণা হওয়ায় বাংলাদেশেও সাম্প্রতিককালে শাহাদাত মডিউলের জঙ্গিদের গ্রেফতারি নিয়ে জোর তৎপরতা শুরু হয়েছে। বাংলাদেশের গোয়েন্দা বিভাগের সঙ্গেও যোগাযোগ রাখছে এসটিএফ।

শুক্রবার চেন্নাইয়ের পরিযায়ী শ্রমিক অধ্যুসিত এলাকা থেকে আনোয়ারকে গ্রেফতারের পরই চেন্নাই আদালতে তাকে পেশ করা হয়। ফের শনিবার তাকে ট্রানজিট রিমান্ডে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক তাকে ১৪ দিনের এসটিএফ হেফাজতের নির্দেশ দেন।