অস্ত্র ও গোলাবারুদ কারবারের সাথে যুক্ত থাকার অভিযোগে বিজেপির পঞ্চায়েত প্রধানকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে মালদহের মানিকচক ব্লকের নাজিরপুর হরিপুরে। বিজেপির দেবাশিস মণ্ডলকে হাতেনাতে ধরে ফেলে পুলিশ। উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন। ঘটনায় বিজেপি প্রধান ছাড়া আরও পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হয়েছে প্রচুর আগ্নেয়াস্ত্র।

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের নাম অনন্ত মণ্ডল (৩৪), দেবাশিস মণ্ডল (২৯), জয়ন্ত মণ্ডল (২০), সুমিত মণ্ডল (১৯), শ্রবণ মণ্ডল (৩৪), সঞ্জীব মণ্ডল (৪৩)। মানিকচকের হরিপুর মাঠে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ কারবারের খবর পেয়ে পুলিশের একটি দল তথ্য যাচাইয়ের জন্য সেখানে ছুটে যায়। এবং পুলিশ এসে দেখতে পায় হরিপুর ফুটবল মাঠের হনুমান মন্দিরে প্রায় ৮ থেকে ৯ জন লোক জড়ো হয়েছে। তারা সন্দেহজনকভাবে নিজেদের মধ্যে কথা বলছে। পুলিশ তাদের ঘেরাও করে। এরমধ্যে দুজন পালিয়ে যেতে সক্ষম হয়। ৬ জনকে আটক করে মানিকচক থানার পুলিশ। তল্লাশি চালানোর সময় বিজেপি প্রধান দেবাশিস মণ্ডলের কাছ থেকে একটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি ও একটি ৭এমএম পিস্তল উদ্ধার হয়। অন্যদিকে সঞ্জব মণ্ডলের কাছ থেকে চার রাউন্ড গুলি ও নগদ ১২০০০ টাকা উদ্ধার হয়। আগ্নেয়াস্ত্রের কোনও বৈধ কাগজপত্র তারা দেখাতে পারেনি। জিজ্ঞাসাবাদের সময় স্বীকার করে যে শ্রবণ, সঞ্জীব ও অনন্ত অবৈধ অস্ত্র ও গোলাবারুদ নিয়ে সেখানে এসেছিল টাকার বিনিময়ে বিক্রি করার জন্য। দেবাশিস মণ্ডল ১২০০০ টাকা দিয়ে সঞ্জীব মণ্ডলের কাছ থেকে গোলাবারুদ-সহ ৭ এমএম পিস্তলটি কিনেছিল। আগ্নেয়াস্ত্র উদ্ধারের পাশাপাশি ৭টি মোবাইল ও একটি মোটর সাইকেল উদ্ধার করেছে পুলিশ। ধৃত ছয়জনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করেছে মানিকচক থানার পুলিশ। এমনকী জুন মাসে ডাকাতির চেষ্টা ও জুয়েলারি দোকানে চুরির ঘটনায় তারা যুক্ত থাকতে পারে বলে মনে করছে পুলিশ। ধৃতদের মালদহ জেলা আদালতে তোলা হয়েছে।
আরও পড়ুন- মিলল না স্বস্তি! আরও ১৪ দিন জেলেই থাকতে হবে কেজরিওয়ালকে







































































































































