প্রশ্নফাঁসের ঘটনায় প্রত্যক্ষ যোগ! নিটকাণ্ডে ঝাড়খণ্ড থেকে গ্রেফতার সাংবাদিক

0
3

নিটকাণ্ডে (NEET) এবার নাম জড়াল এক সাংবাদিকের (Journalist)। ঝাড়খণ্ডের (Jharkhand) হাজারিবাগ থেকে শনিবারই ওই সাংবাদিককে গ্রেফতার করল সিবিআই (CBI)। সূত্রের খবর, ধৃতের নাম জামালউদ্দিন। তবে ইতিমধ্যে সিবিআইয়ের হাতে গ্রেফতার মোট ৬, নিটকাণ্ডে এখনও পর্যন্ত গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল মোট ৩২। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, জামালউদ্দিন একটি হিন্দি দৈনিকে কাজ করতেন। হাজারিবাগের ওয়েসিস স্কুল থেকে প্রশ্নফাঁসের ঘটনায় যে দুই কর্মীকে গ্রেফতার করা হয়েছে, তাঁদের সঙ্গে যোগাযোগ ছিল এই সাংবাদিকের। এমন খবর সামনে আসতেই তাঁকে গ্রেফতার করল সিবিআই।

বিহার, ঝাড়খণ্ড ছাড়াও গুজরাটে তল্লাশি অভিযান শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শুক্রবারই হাজারিবাগের ওয়েসিস স্কুলের প্রিন্সিপাল এশানুল হক, তাঁর সহযোগী ইমতিয়াজ আলম এবং আরও এক ব্যক্তিকে গ্রেফতার করে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, নিট পরীক্ষায় হাজারিবাগের ‘ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর’ ছিলেন এশানুল। অন্যদিকে ইমতিয়াজ ছিলেন পরীক্ষা নিয়ামক সংস্থা এনটিএ নিযুক্ত পর্যবেক্ষক। এশানুল যদিও নিজেকে নির্দোষ বলেই দাবি করেছেন। ইতিমধ্যে সিসিটিভি ফুটেজ দেখা এবং ব্যাঙ্ককর্মীদের জিজ্ঞাসাবাদও করা হয়েছে। এছাড়া পাটনা পুলিশ যে ১৩ জন সন্দেহভাজনকে গ্রেফতার করেছে, তাঁদেরও জেরা করছে সিবিআই।